প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০৪:২৪ পিএম

কিশোরগঞ্জের বিখ্যাত পাগলা মসজিদের দানবাক্সগুলো খোলা হয়েছে শনিবার (১২ এপ্রিল) সকালে। মসজিদের মোট ১১টি দানবাক্স থেকে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা, যার সঙ্গে ছিল কিছু বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকার। তবে টাকার পাশাপাশি এবারও পাওয়া গেছে অসংখ্য চিরকুট, যা আগত দর্শনার্থীদের ব্যক্তিগত আকাঙ্ক্ষা, প্রার্থনা ও আবেগ প্রকাশ করে।
চিরকুটগুলোতে উঠে এসেছে বিভিন্ন মানসিক ও সামাজিক প্রার্থনা—যেমন দীর্ঘদিনের অসুস্থতা থেকে আরোগ্য লাভ, কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে বিবাহ, বিদেশ যাত্রায় সাফল্য, কিংবা পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশা। কিছু চিরকুটে রাজনৈতিক বার্তাও দেখা গেছে, যেখানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে লেখা রয়েছে বিভিন্ন বক্তব্য।
এইসব চিরকুটের কয়েকটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লেও প্রশাসন বিষয়টি সংবেদনশীল বিবেচনায় এগুলোর বিস্তারিত প্রকাশ থেকে বিরত থাকতে অনুরোধ করেছে। দানবাক্স থেকে টাকা আলাদা করার সময় চিরকুটগুলো সরিয়ে ফেলা হয়।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রায় ৪০০ জন স্বেচ্ছাসেবী—যাদের মধ্যে মসজিদের সঙ্গে সংশ্লিষ্ট মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীও ছিলেন—গণনার কাজে অংশ নিয়েছেন। এই দানবাক্স খোলার সময় জেলা প্রশাসক ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার এবং রূপালী ব্যাংকের এজিএম মোহাম্মদ আলী হারিসী উপস্থিত ছিলেন। নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী, পুলিশ ও আনসারের একটি বড় দলও ছিল ঘটনাস্থলে।
জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, দীর্ঘ চার মাস ১২ দিন পর দানবাক্সগুলো খোলা হয় এবং এরপর মসজিদের দোতলায় বসে টাকা গণনার কাজ শুরু হয়।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























