তথ্যপ্রযুক্তি

হঠাৎ ফেসবুকের লোগো পরিবর্তন, নেটিজেনদের কৌতূহল তুঙ্গে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পিএম

হঠাৎ ফেসবুকের লোগো পরিবর্তন, নেটিজেনদের কৌতূহল তুঙ্গে

বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক হঠাৎ করেই অ্যাপ চালুর সময় নতুন এক লোগো প্রদর্শন শুরু করেছে। ‘উইন্টার স্নো’ থিমের মতো দেখতে এই লোগোটি অ্যাপের লঞ্চ স্ক্রিনে মাত্র কয়েক সেকেন্ডের জন্য দেখা যাচ্ছে। ফলে অনেকেই ধারণা করছেন—ফেসবুক কি লোগো বদলে ফেলেছে?

চিরচেনা নীল-সাদা রঙের পরিবর্তে দেখা যাচ্ছে তুষারঢাকা হালকা নীল চিহ্ন। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই এই নতুন লুক দেখা যাচ্ছে, যা ব্যবহারকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। কেউ বলছেন শীতকালীন বিশেষ থিম, আবার কেউ একে প্রযুক্তিগত ত্রুটি মনে করছেন।

তবে প্রযুক্তিবিদদের একটি অংশ মনে করেন, এটি মেটার পরিকল্পিত ‘ব্র্যান্ড রিফ্রেশ’—পরীক্ষামূলকভাবে ডিজাইন বদলের চেষ্টা। যদিও মেটা এখনো অফিসিয়ালি কোনো ঘোষণা দেয়নি।

নতুন লোগোকে সমর্থন জানানো নেটিজেনদের যুক্তি—

  • ভিজ্যুয়াল আধুনিকীকরণ: পুরোনো নীল লুকের বদলে এখন আরও নরম, হালকা ও গ্রেডিয়েন্ট ডিজাইন।

  • পাঠযোগ্যতা: বিভিন্ন ব্যাকগ্রাউন্ডে লোগোটি বেশি স্পষ্ট দেখা যায়।

  • মেটা ইকোসিস্টেমের সামঞ্জস্য: ইনস্টাগ্রাম–হোয়াটসঅ্যাপের মতো ফেসবুকও হয়তো নতুন ভিজ্যুয়াল ধারায় যাচ্ছে।

তবে এই পরিবর্তন সাময়িক থিম, নাকি স্থায়ী লোগো—এ বিষয়ে মেটা কিছুই জানায়নি। তাই ব্যবহারকারীদের কৌতূহলও রয়ে গেছে জিইয়ে।

উল্লেখ্য, সর্বশেষ ২০১৫ সালে ফেসবুক বড় ধরনের লোগো পরিবর্তন করেছিল।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তথ্যপ্রযুক্তি থেকে আরো

হোয়াটসঅ্যাপেই আয়: ঘরে বসে অর্থ উপার্জনের সহজ উপায়

হোয়াটসঅ্যাপেই আয়: ঘরে বসে অর্থ উপার্জনের সহজ উপায়

মাওলানা মামুনুল হক ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন

মাওলানা মামুনুল হক ফেসবুকের বিরুদ্ধে জিডি করেছেন

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর: একই খরচে মিলবে তিনগুণ গতি

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সুখবর: একই খরচে মিলবে তিনগুণ গতি

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন