অন্যান্য

লুটেরাদের হাতে দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা

Icon

Newsdesk

প্রকাশ: ৪ মে ২০২৫, ১১:২২ এএম

লুটেরাদের হাতে দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা

লুটেরাদের হাতে দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা

দি প্রিমিয়ার ব্যাংকের ২০ হাজার কোটি টাকা লোপাট করেছে খোদ ব্যাংকটিরই চেয়ারম্যান ডাঃ এইচ বি এম ইকবাল। দীর্ঘ ২৬ বছর ব্যাংকটির চেয়ারম্যানের পদে বহাল থাকায় শুধু লুটপাটই নয়, পারিবারিক প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছেন ব্যাংকটিকে।তথ্য বলছে,৩২.৪৭৫১% শেয়ার হোল্ডিং রয়েছে ইকবালের পরিবারের। গুলশান,বনানী, বাড়িধারায় প্রিমিয়ার ব্যাংকের গুরুত্বপূর্ণ শাখাগুলোর অফিসের জন্য ভাড়া নেয়া হয়েছে ভাই, বোন, ভগ্নিপতি ও নিজেদেরই ভবনগুলো। সেখানে ৩শ টাকা বর্গফুট ভাড়ার পরিবর্তে ৭ হাজার টাকা বর্গফুট ভাড়া নির্ধারণ করে হাতিয়ে নিয়েছেন প্রায় ৭শ৮৭ কোটি টাকা।এসব ভবন ভাড়া নেয়া বাবদও এডভান্স ব্যাংক থেকে নিয়েছেন ৬শ৫০ কোটি টাকা। অথচ ২০২৩ সালের কাগজেহ কলমে নিরিক্ষায় দেখা গেছে মাত্র ১৭৫ কোটি টাকা দেয়া হয়েছে এডভান্স। আর বাকী ৪৭৫ কোটি এডভান্সের টাকা পুরোই আত্নসাত করে নিজ পকেটে ভরেছেন ইকবাল।আওয়ামী সরকার ও সরকারের আস্থাভাজন ব্যবসায়ীদের দিয়েছেন হাজার হাজার কোটি টাকা লোন, যার এক টাকাও ফেরত দেয়নি কেউ।ডাঃ এইচ বি এম ইকবাল আর শেখ রেহেনার ঘনিষ্টতা অনেকটা ওপেন সিক্রেট বিষয়। শেখ রেহেনার প্রভাব খাটিয়ে ইকবাল ফুলে ফেপে ওঠে আরো। হত্যা নারীদের ধর্ষণ, অনিয়ম আর দুর্নীতির মাহাউৎসব চালালেও ঢাকা-১০ আসনের সংসদ সদস্যা হিসেবে থাকতেন বহাল তবিয়াতে।এছাড়াও অফিসের জন্য সরঞ্জামাদী কেনার বিল বাবদ হাতিয়েছেন বছর প্রতি ৮ থেকে ১০ কোটি টাকা।কিশোরগঞ্জ, ভৈরবে খাস জমি দখলে নিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি বিবশ্ববিদ্যালয়সহ একাধীক শিক্ষা প্রতিষ্ঠান। তবে এ সকল প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারিদের বেতন দেয়া হতো ব্যাংকের তহবিল থেকে। এর সবই করতেন প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান পদ ব্যবহার করে।এমন দুর্নীতি আর লুটপারের হাজার হাজার কোটি টাকা তিনি পাচার করতেন দেশের বাইরে। একাধীক স্ত্রী ও চিত্র নাইকাদের সঙ্গী করে ঘুরতেন তিনি। স্ত্রীদের নামে বিদেশে বাড়ি ও উঠতি বয়সি নাইকাদের নিয়ে ফুর্তি করতে নিয়ে যেতেন বিলাসী হোটেল রিসোর্টে।ডাঃ এইচ বি এম ইকবালের অঘাত দুর্নীতির অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন, দুদক। জব্দ করা হয়েছে তার ব্যাংক একাউন্ট। শুধু দেশে নয় ইকবালের অবৈধ সম্পদের সন্ধান মিলেছে দুবাইসহ দেশের বাইরের অনেক দেশে।তবে সরকার পতনের পর দেশ ছেড়ে পালালেও ব্যাংকটির চেয়ারম্যান দখল করেছে তারই ছেলে ইমরান ইকবাল। তাইতো জব্দ করা একাউন্টের টাকাও তুলে নিতে সক্ষম হয়েছে ইকবাল। এমন ঘটনায় প্রিমিয়ার ব্যাংককে অর্থ পাচার প্রতিরোধ আইনের ২৩ এর ৬ ধারা অনুযায়ী প্রিমিয়ার ব্যাংককে ১ কোটি ১১ লাখ টাকা এবং ৩০ হাজার ডলার জরিমানা করেছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির চেয়ারম্যান পদ থেকে নিজে সরে গেলেও তার আস্থাভাজনরা রয়ে গেছে সকল কর্মকর্তার চেয়ারে। তাই অজ্ঞাত স্থান থেকেও কলকাঠি নাড়তে পারছে ইকবাল। প্রশ্ন উঠছে বাংলাদেশ ব্যাংকের ভূমিকা নিয়েও। ব্যাংক আইনের তোয়াক্কা না করে বছরের পর বছল চলতে থাকলেও নেয়নি ব্যবস্থা। এখন জব্দ একাউন্ট থেকে টাকা তুলে নিলেও শুধু জরিমানা তাহলেকি ডাঃ এইচ বি এম ইকবা

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যান্য থেকে আরো

আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: জামায়াত নেতা

আর কোনো ফ্যাসিস্ট প্রতিষ্ঠিত হতে দেব না: জামায়াত নেতা

মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪

মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪

৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করল সৌদি

৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করল সৌদি

মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমানের ইন্তেকাল

মুক্তিযোদ্ধা সৈয়দ আতাউর রহমানের ইন্তেকাল

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন