সর্বশেষ

কর্নওয়ালে একাধিক মরদেহের গুজব অস্বীকার করল পুলিশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৫, ০৫:৩৫ পিএম

কর্নওয়ালে একাধিক মরদেহের গুজব অস্বীকার করল পুলিশ

যুক্তরাজ্যের কর্নওয়ালে একটি জঙ্গলে ড্যানিয়েল কলম্যান নামে নিখোঁজ এক ব্যক্তির মরদেহ উদ্ধারের পর, এলাকায় একাধিক মরদেহ পাওয়ার গুজব ছড়ালেও, তা পুরোপুরি অস্বীকার করেছে ডেভন ও কর্নওয়াল পুলিশ। তারা স্পষ্ট করে জানিয়েছে, ওই স্থানে কেবল একজনেরই মরদেহ উদ্ধার করা হয়েছে।

মৃত্যু ও তদন্তের বিস্তারিত
৪৩ বছর বয়সী ড্যানিয়েল কলম্যান নিখোঁজ হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে ১ জুন পুলিশে রিপোর্ট করা হয়। পরবর্তীতে জুলাই মাসে কর্নওয়ালের প্যারামুর বনে তার মরদেহ উদ্ধার করা হয়। তদন্তকারীদের ধারণা, ২ জুন থেকে ৭ জুলাইয়ের মধ্যে কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় ৩৯ বছর বয়সী জেমস ডেসবরো-কে অভিযুক্ত করা হয়েছে। তাকে ৯ জুলাই গ্রেপ্তার করা হয় এবং ১০ জুলাই বডমিন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হলে আদালত তাকে হেফাজতে রাখার আদেশ দেয়। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ৮ আগস্ট, ট্রুরো ক্রাউন কোর্টে।

গুজব ও পুলিশের প্রতিক্রিয়া
স্থানীয় পুলিশ ও ক্রাইম কমিশনার অ্যালিসন হার্নানডেজ এক বিবৃতিতে বলেন, “বনে মরদেহ পাওয়া গেছে, এখন নির্ধারণ করার চেষ্টা চলছে, সেগুলো কতগুলো এবং কারা।” তার এই মন্তব্যের পর বিভিন্ন মাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে যে সেখানে একাধিক মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ নিশ্চিত করে, ওই মন্তব্য ভুল এবং ঘটনাস্থলে কেবল একজনের মরদেহই পাওয়া গেছে।

ডিটেকটিভ সুপারিনটেনডেন্ট জন ব্যানক্রফট জানান, কর্নওয়াল এলাকায় বর্তমানে তিনটি পৃথক হত্যাকাণ্ডের তদন্ত চললেও, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র পাওয়া যায়নি। একই সঙ্গে তিনি সামাজিক মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বান জানান।

কমিশনারের দুঃখপ্রকাশ
কমিশনার হার্নানডেজ পরে তার মন্তব্যের জন্য ক্ষমা চান এবং বলেন, “আমি সব তথ্য না জেনেই মন্তব্য করেছিলাম। এতে যদি জনমনে আতঙ্ক বা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, আমি আন্তরিকভাবে দুঃখিত।”

সূত্র: দ্য মেট্রো

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বশেষ থেকে আরো

শহীদ জিয়া জাতীয় কবিকে সেনাবাহিনীর সম্মান সূচক পদক দিয়েছিলেন: ব্যারিস্টার সালাম

শহীদ জিয়া জাতীয় কবিকে সেনাবাহিনীর সম্মান সূচক পদক দিয়েছিলেন: ব্যারিস্টার সালাম

ঢাবি শিক্ষকদের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ যুক্ত করার দাবি ও ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান

ঢাবি শিক্ষকদের পাসপোর্টে ‘এক্সসেপ্ট ইসরাইল’ যুক্ত করার দাবি ও ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা বন্ধের আহ্বান

ইউরোপে পাড়ি দিতে সাঁতরে সাগর পার হলেন মা-ছেলে

ইউরোপে পাড়ি দিতে সাঁতরে সাগর পার হলেন মা-ছেলে

পুনরায় খুলে দেওয়া হলো সাদা পাথর পর্যটনকেন্দ্র

পুনরায় খুলে দেওয়া হলো সাদা পাথর পর্যটনকেন্দ্র

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন