আন্তর্জাতিক

অপ্রাপ্তবয়স্ক যুগলের বিয়ে পড়িয়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মগুরু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩০ পিএম

অপ্রাপ্তবয়স্ক যুগলের বিয়ে পড়িয়ে অভিযুক্ত বাংলাদেশি বংশোদ্ভূত ধর্মগুরু

যুক্তরাজ্যের নর্থহ্যাম্পটনে অপ্রাপ্তবয়স্ক এক যুগলের বিয়ে পড়ানোর অভিযোগে অভিযুক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক ধর্মীয় নেতাকে। অভিযুক্ত ব্যক্তির নাম আশরাফ ওসমানী (৫২)। তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং স্থানীয়ভাবে পরিচিত ইমাম।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৩ সালের নভেম্বরে নর্থহ্যাম্পটনের একটি মসজিদে ১৬ বছর বয়সী এক কিশোর ও কিশোরীর মধ্যে ধর্মীয় রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ওসমানী। তবে ব্রিটেনের প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সীদের মধ্যে বিয়ে নিষিদ্ধ, এমনকি উভয়ের সম্মতি থাকলেও।

এই অভিযোগের ভিত্তিতে আশরাফ ওসমানীর বিরুদ্ধে ‘অ্যান্টি-সোশ্যাল বিহেভিয়ার, ক্রাইম অ্যান্ড পুলিশিং অ্যাক্ট’–এর ১২১ নম্বর ধারা অনুযায়ী মামলা করা হয়েছে, যা ‘ম্যারেজ অ্যান্ড সিভিল পার্টনারশিপ (মিনিমাম এজ) অ্যাক্ট ২০২২’-এর সংশোধনী দ্বারা প্রযোজ্য হয়েছে।

নর্থহ্যাম্পটনের অ্যাবিংটন অ্যাভিনিউ এলাকার বাসিন্দা ওসমানীকে আগামী ১১ সেপ্টেম্বর নর্থহ্যাম্পটন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিটিশ আইন অনুযায়ী, ২০২২ সালের সংশোধিত বিধানে ১৮ বছরের নিচে কোনো ব্যক্তির বিয়েকে আইনি বৈধতা দেওয়া হয় না, তা ধর্মীয় কিংবা সামাজিক যেকোনো প্রক্রিয়ায় সম্পন্ন হলেও।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

বৈঠকের পর মামদানির উচ্ছ্বসিত প্রশংসা করলেন ট্রাম্প

বৈঠকের পর মামদানির উচ্ছ্বসিত প্রশংসা করলেন ট্রাম্প

যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার পথে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের তিন কোম্পানি

যুক্তরাজ্যে দেউলিয়া হওয়ার পথে সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের তিন কোম্পানি

স্কিলড ওয়ার্কার ভিসা সহজ করতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব MAC-এর

স্কিলড ওয়ার্কার ভিসা সহজ করতে নতুন বেতন কাঠামোর প্রস্তাব MAC-এর

রাশিয়ায় বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বহু দেশে

রাশিয়ায় বিশ্বের ৬ষ্ঠ শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বহু দেশে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন