বিনোদন

১২ দিনের মাথায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা চলছেই হিট

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ০২:৪৬ পিএম

১২ দিনের মাথায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা চলছেই হিট

১২ দিনের মাথায় শাকিব খানের ‘বরবাদ’ সিনেমা চলছেই হিট

শাকিব খানের ঈদ উপহার ‘বরবাদ’ মুক্তির ১২ দিন পরেও দেশে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। সিনেমাটি এখনো দেশের বিভিন্ন সিনেমা হলে হাউজফুল যাচ্ছে। গত শুক্রবার, সিনেপ্লেক্সে ছবির ৩৭টি শো অনুষ্ঠিত হয়েছিল, এবং অন্যান্য মাল্টিপ্লেক্সগুলো মিলিয়ে ৭২টি শো-র সবগুলোই ছিল হাউজফুল। এক্ষেত্রে, সিংগেল স্ক্রিনে চলছিল মোট ৪৪০টি শো।

তবে, দর্শকরা অভিযোগ করেছেন যে এত শো-এর পরেও তারা টিকিট পেতে পারছেন না এবং আগাম টিকিটও কাটা যাচ্ছে না। অনেকেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজেদের মতামত প্রকাশ করেছেন।

এ বিষয়ে ‘বরবাদ’ ছবির প্রযোজক শাহরিন আক্তার সুমি গণমাধ্যমকে জানান, সিনেপ্লেক্সে অনেক দর্শক টিকিটের জন্য অপেক্ষা করছেন এবং অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ অবগত রয়েছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে। তবে, শো-এর সংখ্যা বাড়ানোর বিষয়ে তিনি বলেন, “আমরা দর্শকের চাহিদা অনুযায়ী শো বাড়ানোর চেষ্টা করছি, তবে আমাদের ব্যবসায়িক নীতির পরিপন্থী কিছু করা সম্ভব নয়।”

এছাড়া, দেশের সফলতা পর, আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র এবং ১৯ এপ্রিল কানাডায়ও ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। বিশেষভাবে, বাঙালি কমিউনিটির উপস্থিতি যেসব জায়গায় বেশি, সেসব স্থানেই প্রথমে ছবিটি প্রদর্শিত হবে। এই সিনেমার মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করলো শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

মা হলেন ক্যাটরিনা কাইফ

মা হলেন ক্যাটরিনা কাইফ

নতুন পরিচয়ে চিত্রনায়ক ওমর সানী

নতুন পরিচয়ে চিত্রনায়ক ওমর সানী

দীপিকাই শাহরুখের প্রাক্তন, সুহানা তাদেরই মেয়ে!

দীপিকাই শাহরুখের প্রাক্তন, সুহানা তাদেরই মেয়ে!

কাজল-রানির চাচা মারা গেছেন

কাজল-রানির চাচা মারা গেছেন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন