তথ্যপ্রযুক্তি

ফেসবুক অ্যাপে নকশাগত পরিবর্তন আনছে মেটা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৫, ০৩:১২ পিএম

ফেসবুক অ্যাপে নকশাগত পরিবর্তন আনছে মেটা

মেটা ফেসবুক অ্যাপের নকশায় ব্যাপক পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। নতুন ডিজাইনে ফিড, সার্চ, নেভিগেশন ও কনটেন্ট তৈরির অভিজ্ঞতায় আসবে উল্লেখযোগ্য উন্নয়ন। ব্যবহারকারীর সুবিধা বাড়াতে অ্যাপের নিচে স্থায়ীভাবে ছয়টি ট্যাব যোগ করা হচ্ছে—হোম, রিলস, ফ্রেন্ডস, মার্কেটপ্লেস, নোটিফিকেশন ও প্রোফাইল।

মেটার তথ্য অনুযায়ী, নতুন নকশায় একাধিক ছবি পোস্ট করলে সেগুলো গ্রিড আকারে দেখা যাবে। ফিডে থাকা ছবিতে ডাবল ট্যাপ করেই ‘লাইক’ দেওয়া যাবে। কোনো ছবি বা ভিডিও চাপ দিলে সেটি পুরো স্ক্রিনে প্রদর্শিত হবে, যা ব্যবহারকারীর ভিজ্যুয়াল অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

ইনস্টাগ্রামের সাম্প্রতিক ডিজাইন অনুসরণ করে ফেসবুকও নিচের ট্যাবগুলো স্থায়ীভাবে প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে, যাতে অ্যাপ নেভিগেশন আরও সহজ হয়। পাশাপাশি মেনু ও নোটিফিকেশন ট্যাবের নকশায় পরিবর্তন আনা হচ্ছে, ফলে মেটা এআইয়ের সুবিধাগুলো আগের তুলনায় দ্রুত পাওয়া যাবে। ব্যবহারকারীরা সহজেই বিভিন্ন সেকশন, বন্ধুদের স্টোরি ও আপডেট দেখতে পারবেন।

ফেসবুক সার্চেও আসছে বড় রদবদল। এখন থেকে সার্চ ফলাফল গ্রিড আকারে দেখানো হবে, যাতে বিভিন্ন ধরনের কনটেন্ট একই স্থানে পাওয়া যায়।

এ ছাড়া নতুন একটি ডিসকভারি অ্যালগরিদম যুক্ত হচ্ছে, যা ব্যবহারকারীর আগ্রহ বিশ্লেষণ করে সম্ভাব্য নতুন বন্ধু সাজেস্ট করবে। কেউ যদি নতুন কোনো শহরে যান, তাহলে স্থানীয় বন্ধুদেরও প্রস্তাব দেবে এই অ্যালগরিদম।

ব্যবহারকারীরা চাইলে নিজেদের প্রোফাইলে কোন তথ্যগুলো প্রদর্শিত হবে—তা নিজের মতো করে নিয়ন্ত্রণ করার সুবিধাও পাবেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তথ্যপ্রযুক্তি থেকে আরো

ফেসবুকে ‘অমৌলিক’ কন্টেন্ট শেয়ার করলে কঠোর ব্যবস্থা নিবে মেটা

ফেসবুকে ‘অমৌলিক’ কন্টেন্ট শেয়ার করলে কঠোর ব্যবস্থা নিবে মেটা

হোয়াটসঅ্যাপ ক্লোন করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ, সতর্ক থাকার কৌশল জানুন

হোয়াটসঅ্যাপ ক্লোন করে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ, সতর্ক থাকার কৌশল জানুন

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

আজ থেকে বন্ধ হচ্ছে ১০টির বেশি সিম

বাস-ট্রেনে হেডফোন ব্যবহার করার অনুরোধ

বাস-ট্রেনে হেডফোন ব্যবহার করার অনুরোধ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন