প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০৪:০৫ পিএম

চার বছর ধরে নিরলস পরিশ্রমের পর অবশেষে আকাশে উড়ল মানিকগঞ্জের শিবালয় উপজেলার উদ্ভাবক জুলহাস মোল্লার তৈরি বিমান। “ইচ্ছা থাকলে উপায় হয়”—এটি এখন বাস্তবে পরিণত হয়েছে, কারণ কোন পেশাদার প্রশিক্ষণ ছাড়াই নিজের তৈরি বিমানে আকাশে উড়েছেন তিনি।
শিবালয় উপজেলার জাফরগঞ্জ এলাকায় যমুনা নদীর চরে মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে বিমানটি উড্ডয়ন করা হয়। জেলা প্রশাসক ড. মানোয়ার মোল্লার উপস্থিতিতে এই যাত্রা অনুষ্ঠিত হয়, যেখানে কয়েক হাজার মানুষ জুলহাসের এই অসাধারণ সাফল্য দেখতে ভিড় করেন। তিন দফায় প্রায় তিন মিনিট আকাশে উড়ার পর বিমানটি নিরাপদে মাটিতে ফিরে আসে।

জুলহাসের বাড়ি দৌলতপুর উপজেলার বাঘুটিয়া গ্রামে, তবে নদী ভাঙনের কারণে বর্তমানে তিনি তার পরিবার নিয়ে শিবালয় উপজেলার ষাইটগর তেওতায় বসবাস করছেন। তিনি ছয় ভাই ও এক বোনের মধ্যে পঞ্চম। এসএসসি পাস করার পর আর্থিক কারণে পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। বর্তমানে ২৮ বছর বয়সী জুলহাস চুক্তিভিত্তিক ইলেকট্রিক মিস্ত্রির কাজ করেন।
জুলহাসের বাবা, জলিল মোল্লা বলেন, “ছোটবেলা থেকেই সে নানা ধরনের জিনিস বানানোর চেষ্টা করত। তার সৃষ্টিশীলতা আজ সত্যি হয়েছে। প্রতি বছর যমুনার চরে চেষ্টা করত, এবার সফল হলো।”
জুলহাস নিজেই জানান, “রিমোট কন্ট্রোল বিমান বানানোর পর থেকেই স্বপ্ন ছিল নিজে বিমান তৈরি করে আকাশে উড়ব। দীর্ঘ তিন বছর গবেষণা ও এক বছর সময় নিয়ে তৈরি করেছি এই বিমান।” তিনি আরও বলেন, “এটি তৈরি করতে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা খরচ হয়েছে, এবং সেভেন হরস পাওয়ার একটি মোটর পাম্প ও নিজে তৈরি করা পাখা ব্যবহার করা হয়েছে।”
জেলা প্রশাসক ড. মানোয়ার মোল্লা জুলহাসের উদ্ভাবনী কাজের প্রশংসা করে বলেন, “এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। সরকারের পক্ষ থেকে তার কাজের জন্য প্রাথমিকভাবে আর্থিক সহায়তা দেয়া হয়েছে, এবং ভবিষ্যতে তাকে আরো সহায়তা করা হবে।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























