প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৬:০৬ পিএম

নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচটি ড্র করে সিরিজ হেরে গেল বাংলাদেশ ‘এ’ দল। প্রথম ম্যাচে পরাজিত হওয়ায় সিরিজ বাঁচাতে জয় ছিল আবশ্যক, কিন্তু তা হয়নি। ফলে ১-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নিল নিউজিল্যান্ড।
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ৩৫৭ রান। জবাবে নিউজিল্যান্ড করে ৩৭৯ রান, ফলে ২২ রানের লিড নেয় তারা। বাংলাদেশের পক্ষে নাঈম হাসান নেন ৪ উইকেট, খালেদ আহমেদ পান ৩টি এবং হাসান মুরাদ ও সাইফ হাসান ১টি করে উইকেট নেন।
শেষ দিনে কিউইরা ৪ উইকেটে ২৭৭ রান নিয়ে খেলতে নামে। কেলি করেন ১০৩ রান, বয়লে করেন ৫৮। পরে দ্রুত উইকেট হারিয়ে ৩৭৯ রানে অলআউট হয় তারা।
বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এনামুল হক বিজয় ২৯ রানে আউট হন। সাইফ হাসান করেন ১৬ রান। এরপর জাকির হাসান (২৪*) ও অমিত হাসান (২১*) অপরাজিত থাকেন। ২ উইকেটে ৮৭ রানে পৌঁছার পর দুই দলের সম্মতিতে ম্যাচটি ড্র ঘোষণা করা হয়।
নিউজিল্যান্ডের হয়ে জাকারি ফুলকস ও বেন লিস্টার ১টি করে উইকেট নেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























