ধর্ম

জানাজার নামাজ জুতা খুলে নাকি জুতার ওপর দাঁড়িয়ে পড়বে?

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পিএম

জানাজার নামাজ জুতা খুলে নাকি জুতার ওপর দাঁড়িয়ে পড়বে?

ইসলাম জীবন ও মৃত্যুর প্রতিটি পর্যায়ে শৃঙ্খলা আর পবিত্রতার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। একজন মুসলিম ইন্তেকালের পর তার জানাজার আনুষ্ঠানিকতা সঠিকভাবে সম্পাদন করা সুন্নাহ। এর মধ্যে জানাজার নামাজ বিশেষভাবে উল্লেখযোগ্য।
মৃত্যু অবশ্যম্ভাবী। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন,
প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। (সুরা আলে ইমরান ১৮৫)
অনেকে জানতে চান, জানাজার নামাজ জুতা খোলে নাকি জুতার ওপরে দাঁড়িয়ে পড়বে?
এর উত্তরে ফুকাহায়ে কেরাম বলেন, জায়গা পাক হওয়া জানাজা নামাজের জন্যও শর্ত। যিনি জানাজার নামাজ পড়ছেন তার জুতা ও পায়ের নিচের মাটি উভয়টি যদি পবিত্র হয় তবে জুতা পরেও জানাজা নামাজ পড়া জায়েজ আছে।
স্থান পবিত্র হলে জুতা খুলেও দাঁড়াতে পারবে। আর দাঁড়ানোর স্থান অথবা জুতার নিচে অপবিত্র হওয়ার আশঙ্কা থাকলে জুতা খুলে তার উপর দাঁড়িয়ে নামাজ পড়বে। কেননা জুতার উপর অংশ সাধারণত পাকই থাকে।
উল্লেখ্য, জুতার নিচের অংশ যেহেতু অপবিত্র হওয়ার আশঙ্কাই বেশি তাই মসজিদের বাইরে জানাজার নামাজ পড়লে জুতা পায়ে দিয়ে নামাজ না পড়াই উচিত। এক্ষেত্রে সতর্কতা হল, জুতা খুলে তার উপর দাঁড়ানো। (আলবাহরুর রায়েক ১/২৬৮; ফাতাওয়া হিন্দিয়া ১/৬২)

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম থেকে আরো

রোজার কাফফারা: কী এবং কিভাবে আদায় করবেন

রোজার কাফফারা: কী এবং কিভাবে আদায় করবেন

টেক্সটাইল বর্জ্য কমাতে টেকসই ইহরাম চালু করছে সৌদি আরব

টেক্সটাইল বর্জ্য কমাতে টেকসই ইহরাম চালু করছে সৌদি আরব

আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন

আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন

হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেপ্তার

হিন্দু ধর্ম অবমাননার অভিযোগে মদনে যুবক গ্রেপ্তার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন