রাজনীতি

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩ জানুয়ারি ২০২৬, ০৫:৩৭ পিএম

তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল, আপিলের ঘোষণা

ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ সিদ্ধান্ত জানান।

মনোনয়ন বাতিলের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন বলে জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবক ও সমর্থকের স্বাক্ষরসংক্রান্ত জটিলতার কারণেই তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

তাসনিম জারার ভাষ্য অনুযায়ী, একজন স্বাক্ষরকারী নিজেকে ঢাকা-৯ আসনের ভোটার বলে জানতেন, তবে বাস্তবে তিনি ওই আসনের ভোটার নন—এ তথ্য জানার কোনো সুযোগ তাদের ছিল না। অপর একজনের ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রে ঢাকা-৯ আসনের ভোটার হিসেবে উল্লেখ থাকলেও নির্বাচন কমিশনের তথ্যে ভিন্নতা পাওয়া গেছে।

তিনি আরও বলেন, স্বাক্ষরকারীরা ধারণা করেছিলেন যে তারা সংশ্লিষ্ট আসনের ভোটার এবং সেই বিশ্বাস থেকেই স্বাক্ষর দিয়েছেন। পাশাপাশি ভোটারদের আসন যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সহজ কোনো ব্যবস্থা না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তফসিল অনুযায়ী ওই দিনই ছিল মনোনয়নপত্র জমার শেষ দিন। আগামী ৪ জানুয়ারির মধ্যে মনোনয়ন যাচাই-বাছাই শেষ হওয়ার কথা রয়েছে। এরপর ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে প্রার্থিতা নিয়ে আপত্তি থাকলে নির্বাচন কমিশনে আপিল করা যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

ইলিয়াছ আলীর মত দেশ প্রেম জাগ্রত করতে হবে: ছাত্রদল

ইলিয়াছ আলীর মত দেশ প্রেম জাগ্রত করতে হবে: ছাত্রদল

নুরু নয় অন্যজনকে মারছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি

নুরু নয় অন্যজনকে মারছিলেন লাল টি-শার্ট পরা ব্যক্তি

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক ‘প্রজাপতি’

নিবন্ধন পেল আমজনতার দল, প্রতীক ‘প্রজাপতি’

সিসিইউতে বেগম খালেদা জিয়া

সিসিইউতে বেগম খালেদা জিয়া

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন