রাজনীতি

ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকা উদ্ধার: পুলিশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৩:২৮ পিএম

ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকা উদ্ধার: পুলিশ

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সাবেক জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রিয়াদের বাসা থেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার ৪টি চেক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালানো হয়। সেখানে চেক ছাড়াও প্রায় ২০ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের (এফডিআর) কাগজপত্রও পাওয়া গেছে।

ঘটনার পেছনে যে অভিযোগ রয়েছে, তা শুরু হয় সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায়। পুলিশ জানায়, রিয়াদসহ পাঁচ যুবক ‘সমন্বয়ক’ পরিচয়ে ওই বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এমপি পলাতক থাকায় তারা তার স্বামীর কাছে দাবি করেন টাকাটি। ওই সময় ১০ লাখ টাকা নিয়ে চলে যান অভিযুক্তরা। পরবর্তীতে আবার স্বর্ণালঙ্কার নিতে গেলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। এরপর রিয়াদসহ পাঁচজনকে আটক করা হয়।

এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে, তবে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

প্রচারণার শেষ দিনে শপথ পাঠ করলেন ছাত্রদলের প্রার্থীরা

প্রচারণার শেষ দিনে শপথ পাঠ করলেন ছাত্রদলের প্রার্থীরা

খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

খালেদা জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

যে আইনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন

যে আইনে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে পারে নির্বাচন কমিশন

বিএনপির ৮ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

বিএনপির ৮ দিনের নতুন কর্মসূচি ঘোষণা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন