অন্যান্য

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

Icon

Newsdesk

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৫, ১০:৪৬ পিএম

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই
শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই
সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে মুদি দোকানসহ ১০টি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে৷ এতে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ভুক্তভোগী পরিবারের।
শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের সলফ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এরমধ্যে সফল গ্রামের আব্দুর রক, আব্দুল শফিক, আব্দুল জলিল, আব্দুল মমিন, আবুল লেইস, ছয়ফুল মিয়া, আবুল হাসনাত, আব্দুল বাছিত ও আব্দুল জাহির আব্দুল তাহিরের পরিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হন।
দোকানসহ বসতঘরগুলো আগুনে ভস্মীভূত হওয়ায় পরিবারগুলো এখন নি:স্ব।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১২ টার দিকে সলফ গ্রামের একটি রান্নাঘর থেকে এই অগ্নিকান্ডের সুত্রপাত। পড়ে আগুনের তীব্রতায় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে মুহূর্তের মধ্যে ১টি মুদি দোকান, ১০টি বসতঘর, আসবাবপত্র, নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ভুক্তভোগীরা বলেন, আগুনে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে গেল। আসবাবপত্র আর মূল্যবান সব জিনিস আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। চোখের সামনে সবকিছু শেষ হয়ে গেল কিছুই করতে পারলাম না। এখন আমরা নি:স্ব।
এ ব্যাপারে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মনোতোষ মল্লিক বলেন, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছি। তবে আগুনের তীব্রতা বেশি থাকায় সবকিছু ভস্মীভূত হয়ে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। তিনি বলেন, আমরা ইতিমধ্যে ভুক্তভোগী পরিবারগুলোকে সহায়তা পাঠিয়েছি। আমাদের সহযোগীতা অব্যাহত থাকবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যান্য থেকে আরো

লুটেরাদের হাতে দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা

লুটেরাদের হাতে দি প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা

সমাবেশে আপত্তিকর শব্দে হেফাজতের দুঃখপ্রকাশ

সমাবেশে আপত্তিকর শব্দে হেফাজতের দুঃখপ্রকাশ

গোয়াইনঘাটে ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

গোয়াইনঘাটে ভুট্টা চাষে সফলতার স্বপ্ন বুনছেন কৃষক

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন