অন্যান্য

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

Icon

Newsdesk

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:২২ এএম

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে আজ (১৬ মে) থেকে শুরু হয়েছে দূরপাল্লার বাসের অগ্রিম টিকিট বিক্রি। বাস মালিকদের সংগঠন বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী, ২৯ মে ও পরবর্তী দিনের টিকিট সংগ্রহ করা যাচ্ছে আজ থেকে। ভোর ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই অগ্রিম টিকিট বিক্রি।ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই টিকিট সংগ্রহ করে আলহামদুলিল্লাহ লিখে টিকিটের ছবিসহ পোস্ট দিয়েছেন। এরমধ্যে মোহাম্মদ ইমরান লিখেছেন, আলহামদুলিল্লাহ, ঈদের টিকিট পেয়ে গেলাম। তিনি সংগ্রহ করেছে ঢাকা-রংপুর রুটের ৩ জুনের বাসের টিকিট।এরআগে গত ১৪ মে বিকেলে ঈদ উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রির কথা জানান বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভঙ্কর ঘোষ রাকেশ।তিনি জানান, যাত্রীরা ১৬ মে থেকে বাসের টিকিট অনলাইন ও সরাসরি কাউন্টারে— দু’ভাবেই কিনতে পারবেন। তবে কিছু পরিবহন সংস্থা শুধুমাত্র অনলাইনের মাধ্যমেই টিকিট সরবরাহ করবে।অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে রাকেশ বলেন, বিআরটিএর নির্ধারিত ভাড়ার তালিকাই অনুসরণ করতে হবে। অতিরিক্ত ভাড়া নেওয়া যাবে না। এ বিষয়ে সব পরিবহন মালিককে নির্দেশ দেওয়া হয়েছে।এসি বাসের ভাড়া নিয়ে আগের ঈদে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেওয়ায় এবার সে বিষয়ে বিশেষ নজর দেওয়া হয়েছে বলে জানান তিনি।রাকেশ বলেন, যেহেতু এসি বাসের ভাড়া সরকার নির্ধারণ করে না, তাই পরিবহন মালিকেরা তাদের সেবার মান অনুসারে ভাড়া নির্ধারণ করেন। তবে এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এসি বাসের ভাড়া যেন যুক্তিসংগত ও গ্রহণযোগ্য পর্যায়ে থাকে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যান্য থেকে আরো

সাবেক ডিবি প্রধান হারুনের শ্বশুরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক ডিবি প্রধান হারুনের শ্বশুরের সম্পদ জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ

মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪

মালয়েশিয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান, বাংলাদেশিসহ আটক ৯৪

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

শান্তিগঞ্জে অগ্নিকাণ্ডে দোকানসহ ১০ বসতঘর পুড়ে ছাই

ডিবি হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডিবি হারুনের ঘনিষ্ঠ সহযোগী জাহাঙ্গীরসহ তিনজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন