জাতীয়

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৫:২০ পিএম

১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব সংগঠনের নির্বাচন স্থগিত

আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের প্রভাবমুক্ত পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন (ইসি) আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সব ধরনের সংগঠনের নির্বাচন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে।

সোমবার (১২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এই সিদ্ধান্তের তথ্য জানানো হয়। ইতোমধ্যে সকল রিটার্নিং কর্মকর্তাকে এ নির্দেশনা পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, একই দিনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচনকালীন সময়ে কোনো প্রভাব বা বিভ্রান্তি সৃষ্টি না হওয়ার জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে।

এর মধ্যে পেশাজীবী সংগঠনের নির্বাচন ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের সব ধরনের নির্বাচন, পরিবহন মালিক ও শ্রমিক সমিতি, সাংবাদিক সমিতি, বণিক সমিতি, সমবায় সমিতি, ট্রেড ইউনিয়নসহ দেশের সব সংগঠনের নির্বাচন অন্তর্ভুক্ত। এসব নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর আয়োজন করতে বলা হয়েছে।

নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে এই সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং হিজড়া পরিচয়ে ভোটার রয়েছেন ১ হাজার ২৩৪ জন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানালেন ড. ইউনূস

বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হওয়ার আহ্বান জানালেন ড. ইউনূস

সুনামগঞ্জের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

সুনামগঞ্জের সাবেক এমপি ঢাকায় গ্রেপ্তার

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া

পরীক্ষার্থীর কান থেকে উদ্ধার ডিভাইস, গাইবান্ধায় আটক ৫১

পরীক্ষার্থীর কান থেকে উদ্ধার ডিভাইস, গাইবান্ধায় আটক ৫১

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন