জাতীয়

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ০২:৪৪ পিএম

ফার্মগেটে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারী নিহত

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ে এক পথচারী নিহত হয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন। তিনি জানান, নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

ঘটনার পরপরই মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি ঘটনাস্থলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ ওপর থেকে ভারী ধাতব বস্তুটি তার মাথায় পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এর আগে গত ১৮ সেপ্টেম্বর খামারবাড়ি এলাকায় মেট্রোরেলের আরেকটি পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছিল। তখন আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ট্রেন চলাচল প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকে।

বড় সেতু বা উড়ালপথ নির্মাণে বিয়ারিং প্যাড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটি বিশেষ রাবার দিয়ে তৈরি, যা উড়ালপথের কাঠামোর ওপরের চাপ পিলারে না পড়ে মাটিতে সঞ্চারিত করতে সাহায্য করে। প্রতিটি বিয়ারিং প্যাডের ওজন প্রায় ১৪০ থেকে ১৫০ কেজি। বাংলাদেশের মেট্রোরেল প্রকল্পেও এই প্যাড ব্যবহৃত হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

সৌদি পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ হজযাত্রী, মৃত্যু ৫ জনের

সৌদি পৌঁছেছেন ৩৭ হাজার ৮৩০ হজযাত্রী, মৃত্যু ৫ জনের

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া

রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের পাশে সমাহিত হলেন খালেদা জিয়া

বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু

বজ্রপাতে দেশের পাঁচ জেলায় ১১ জনের মৃত্যু

হাদির ওপর হামলাকারী আদাবর থানার ছাত্রলীগ নেতা: দ্য ডিসেন্ট

হাদির ওপর হামলাকারী আদাবর থানার ছাত্রলীগ নেতা: দ্য ডিসেন্ট

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন