প্রকাশ: ২ জুন ২০২৫, ০৪:৩৭ পিএম

মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী হাফেজ বশির ইবনে জাফর একের পর এক সাফল্যের মাধ্যমে হয়ে উঠেছেন প্রবাসী তরুণদের অনুপ্রেরণার প্রতীক।
২০১৮ সালে উচ্চশিক্ষার উদ্দেশ্যে মালয়েশিয়ায় যান বশির। মাহসা ইউনিভার্সিটিতে পড়াশোনার এক বছর পরেই তিনি ৫৭টি দেশের শিক্ষার্থীদের হারিয়ে স্টুডেন্ট রিপ্রেজেনটেটিভ কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীতে টানা দ্বিতীয়বার নির্বাচিত হয়ে গড়েন নজির।
শিক্ষায় কৃতিত্ব এবং সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ২১তম সমাবর্তনে তাঁকে ‘ইন্ডাস্ট্রি অ্যাওয়ার্ড’-এ ভূষিত করা হয়।
স্নাতক শেষ করে তিনি ইউনিভার্সিটি পূত্রা মালয়েশিয়ায় স্নাতকোত্তর অধ্যয়ন করেন। পেশাগত জীবনেও রেখেছেন সাফল্যের ছাপ—মেট্রো প্রিমিয়াম গ্রুপে অপারেশন এক্সিকিউটিভ হিসেবে যোগ দিয়ে দ্রুত অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে উন্নীত হন।
সাম্প্রতিক সময়ে তিনি মাহসা ইউনিভার্সিটির কুয়ালালামপুর ক্যাম্পাসে অ্যাডমিশন অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন, যেখানে তিনি কাজ করছেন আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিয়ে।
নিজের সাফল্যের রহস্য জানাতে গিয়ে বশির বলেন, “যোগ্যতা অনেকেরই থাকে, কিন্তু প্রবাসে আমরা পিছিয়ে থাকি নেটওয়ার্কিংয়ে। এটি ঠিকভাবে গড়ে তুলতে পারলে নিজের যোগ্যতা প্রকাশের সুযোগ তৈরি হয়।”
হাফেজ বশিরের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া, যেখানে যুক্ত হয়ে অসংখ্য বাংলাদেশি তরুণ নিজেদের গড়ে তোলার সুযোগ পাচ্ছেন।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























