প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৪৬ পিএম

মাদারীপুর জেলা হাসপাতাল থেকে ৬ মাস বয়সী এক শিশু চুরি হয়ে যাওয়ার ঘটনায় চরম উদ্বেগ ও শোকের সৃষ্টি হয়েছে। চুরি যাওয়া শিশুটির নাম আব্দুর রহমান। তার মায়ের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।
শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের শিশু ওয়ার্ডে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। পরিবারের সদস্যরা জানান, শিশুটির বড় বোন জামিলা অসুস্থ থাকায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মা সুমি আক্তার বড় মেয়েকে খাওয়াচ্ছিলেন, সেই সময় এক অজানা নারী আদর করার কথা বলে রহমানকে কোলে নিয়ে যান এবং দ্রুত হাসপাতাল ত্যাগ করেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি রঙের বোরকা পরা এক নারী শিশুটিকে নিয়ে একটি ইজিবাইকে করে হাসপাতাল এলাকা ছাড়ছেন। পরিবার ও এলাকাবাসীর অভিযোগ, হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হওয়ায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিশেষ করে শিশুর ওয়ার্ডে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় চোরকে সহজে চিহ্নিত করা সম্ভব হয়নি।
শিশুটির বাবা সুমন মুন্সি বলেন, “আমি কাজে ছিলাম, হঠাৎ খবর পাই আমার ছেলেকে কেউ নিয়ে গেছে। আমি চাই আমার ছেলেকে ফেরত দেওয়া হোক এবং যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের কঠোর শাস্তি হোক।”
মা সুমি আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতেই আমার ছেলেকে নিয়ে পালিয়েছে। আমি আমার সন্তানকে ফিরে পেতে চাই, শুধু ওকেই চাই।”
স্থানীয়রা এবং স্বজনরা এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এদিকে পুলিশ ও গোয়েন্দা সংস্থা তদন্ত শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানিয়েছেন, ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং কয়েকটি টিম তদন্তে কাজ করছে। যেই এই ঘটনার সঙ্গে জড়িত থাকুক না কেন, কাউকেই ছাড় দেওয়া হবে না।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে সরাসরি কেউ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি। তবে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে নিরাপত্তার ঘাটতি নিয়ে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























