জাতীয়

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্ততি শুরু

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্ততি শুরু

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে শিগগিরই রওনা হচ্ছেন। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নেওয়ার প্রস্তুতি চলছে বলে বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক সূত্র বিবিসিকে জানিয়েছে।

ঢাকায় পৌঁছে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনা করে তাকে লন্ডনে নেওয়া হবে কি না—সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন জোবাইদা রহমান।

এদিকে, কাতার কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন হলে খালেদা জিয়াকে বিদেশে স্থানান্তরের জন্য তারা এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত

এর আগে, শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনো “স্থিতিশীল”।

এমন পরিস্থিতিতে, যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিল বুধবার ঢাকায় এসে চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়েছেন।

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রের গুরুতর সংক্রমণ নিয়ে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। বর্তমানে তিনি কিডনি ও হৃদরোগের পাশাপাশি নতুনভাবে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। ১ ডিসেম্বর তার দল জানায়, অবস্থার অবনতি হওয়ায় তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে

খালেদা জিয়ার চিকিৎসায় দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যার নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার। এ বোর্ডের সদস্যদের একজন জোবাইদা রহমানও। বুধবার যুক্তরাজ্য ও চীন থেকে আরও দুটি বিশেষজ্ঞ দল এসে বোর্ডের সঙ্গে যুক্ত হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

র‌্যাব বিলুপ্তিসহ গুম-নির্যাতন বন্ধে ১০ দফা সুপারিশ ‘অধিকার’-এর

র‌্যাব বিলুপ্তিসহ গুম-নির্যাতন বন্ধে ১০ দফা সুপারিশ ‘অধিকার’-এর

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন, সর্বনিম্ন টিকিট ৫০ টাকা

সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন, সর্বনিম্ন টিকিট ৫০ টাকা

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি

ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সিলেটে রাত সাড়ে ৯টার পর সব বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন