জাতীয়

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৪ জুন ২০২৫, ০২:৩৪ পিএম

যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা

চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সফরের শুরুতে গত ৯ জুন সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করেন এবং ১০ জুন লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান। সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বৈঠক করেন এবং ‘কিং চার্লস থ্রি হারমনি অ্যাওয়ার্ড ২০২৫’ গ্রহণ করেন।

এছাড়াও সফরের অংশ হিসেবে তিনি কমনওয়েলথ মহাসচিব শার্লি আয়র্কর বচওয়ে, যুক্তরাজ্যের বাণিজ্যমন্ত্রী জনাথন রেনল্ডস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাথন পাওয়েলসহ একাধিক শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন।

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে যুক্তরাজ্যের সহায়তা আদায়, রাজনৈতিক সংস্কার ও আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন কূটনৈতিক আলোচনাও ছিল সফরের মূল উদ্দেশ্যগুলোর একটি।

বৃহস্পতিবার লন্ডনের সেন্ট জেমস প্যালেসে রাজা চার্লসের পক্ষ থেকে তাকে ‘কিং চার্লস থ্রি হারমনি অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। একই দিন সকালে তিনি রাজার সঙ্গে একান্ত বৈঠকে মিলিত হন।

এছাড়া তিনি হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়েল, এয়ারবাসের ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ, ব্রিটিশ সংসদের সর্বদলীয় প্রতিনিধিদল এবং নৌবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে সংস্কার ও গণহত্যার বিচারের অগ্রগতি সাপেক্ষে আগামী রমজানের আগে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছানোর কথাও জানা গেছে।

সফরের শেষ দিন লন্ডনে শিক্ষার্থীদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ সেশনে অংশ নেন অধ্যাপক ইউনূস।

চার দিনের এ সফরে তিনি বিভিন্ন কূটনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষামূলক কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করেন এবং বাংলাদেশ-যুক্তরাজ্য দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি

সিলেট–ম্যানচেস্টার ফ্লাইট নিয়ে বিমানের কাছে ব্রিটিশ ৮ এমপির চিঠি

সাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

সাবেক সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে দুদকের মামলা

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির বিশাল সমাবেশ

রাজধানীতে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচির বিশাল সমাবেশ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন