সর্বশেষ

সিলেট এয়ারপোর্ট বড়শলা শাহজালাল জামে মসজিদের কমিটি গঠন

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:৪৩ পিএম

সিলেট এয়ারপোর্ট বড়শলা শাহজালাল জামে মসজিদের কমিটি গঠন

সিলেট এয়ারপোর্ট বড়শলা শাহজালাল
জামে মসজিদের কমিটি গঠন

সিলেট এয়ারপোর্ট বড়শলা গেইটের মুখ পঞ্চায়েত কমিটির এক গুরুত্বপূর্ণ সভা গত ৭ এপ্রিল-২০২৫ ইং সোমবার বাদ মাগরিব বিশিষ্ট মুরব্বি আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামেয়া আমিনিয়া মংলিপার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান, মংলিপার জামে মসজিদের মোতাওয়াল্লি হাজী জুনেদ আহমদ, নয়াবাজার ব্যবসায়ী কমিটির সভাপতি হাবিবুর রহমান পঙ্কি, বিশিষ্ট মুরব্বি আবুল কাসেম, মানিক মিয়া, জুনেদ আহমদ সরকার, আলাউদ্দিন প্রমুখ।
সভায় ব্যাপক আলাপ আলোচনা শেষে সর্বসম্মতি ক্রমে এয়ারপোর্ট গেইট ‘শাহজালাল জামে মসজিদ’ এর বর্তমান কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সকলের মতামতের ভিত্তিতে আগামী ১ বছরের জন্য মানিক মিয়া কে মুতাওয়াল্লী, সাইদুর রহমান খান মুন্নাকে সেক্রেটারী ও আবুল কাসেম কে কোষাধ্যক্ষ মনোনীত করে শাহজালাল মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়।
শাহজালাল জামে মসজিদ কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন-
মোতাওয়াল্লি- মানিক মিয়া, সাধারণ সম্পাদক- মোঃ সাইদুর রহমান খান মুন্না, সহ-সাধারণ সম্পাদক- লায়েক  আহমদ ও বিল্লাল আহমদ, কোষাধ্যক্ষ আবুল কাসেম, সহ কোষাধ্যক্ষ- আজমল হোসেন, সদস্য- আব্দুস সালাম, শামীম আহমদ, খোকন মিয়া, সেলিম আহমদ,  আশরাফুল ইসলাম।
তাছাড়া একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির সদস্যগণ হচ্ছেন ১. আব্দুর রউফ ২. প্রিন্সিপাল মাওলানা শায়খ মাহমুদুল হাসান ৩. মোস্তফা মিয়া ৪. আলা উদ্দিন, ৫. রায়হান আহমদ, ৬. ছদরুল ইসলাম ৭. হারিছ আলী

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বশেষ থেকে আরো

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে আবারও এপিবিএন

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে আবারও এপিবিএন

ইসরায়েলের কাছে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বৈধ: যুক্তরাজ্যের হাইকোর্টের রায়

ইসরায়েলের কাছে F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ রপ্তানি বৈধ: যুক্তরাজ্যের হাইকোর্টের রায়

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন