খেলা

চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ মে ২০২৫, ০৫:০১ পিএম

চলে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান

আর নেই ১৯৭৮ সালে আর্জেন্টিনাকে প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ে সহায়তাকারী ডিফেন্ডার লুইস গালভান। ৭৭ বছর বয়সে সোমবার (৫ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন (এএফএ) তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি কর্দোবার একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। সেখানেই তার মৃত্যু হয়।

এএফএ এক বিবৃতিতে গভীর শোক জানিয়ে বলেছে, “এই শোকের সময়ে আমরা তার পরিবার ও ঘনিষ্ঠজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।”

লুইস গালভান ১৯৭৮ সালের বিশ্বকাপের ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেন সেন্টার-ব্যাক হিসেবে। সেবার বুয়েন্স আইরেসে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলের জয় পায়, যা ছিল দেশটির প্রথম বিশ্বকাপ শিরোপা।

১৯৮২ সালের বিশ্বকাপেও জাতীয় দলের অংশ ছিলেন গালভান। আন্তর্জাতিক পর্যায়ে তিনি ৩৪টি ম্যাচ খেলেছেন এবং ১৯৮৩ সালে অবসর নেন জাতীয় দল থেকে।

ক্লাব ফুটবলে গালভানের বেশিরভাগ সময় কেটেছে তালেরেস দে কর্দোবা ক্লাবে। ১৯৭০ সালে শুরু করে ১৯৮২ সাল পর্যন্ত তিনি এই ক্লাবের হয়ে খেলেন এবং পরে ১৯৮৬ সালে আবার ক্লাবটিতে ফিরে আসেন। দুটি দফায় ক্লাবটির হয়ে তিনি ৫০৩টি ম্যাচ খেলেন, যা এখনো পর্যন্ত ক্লাবের সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

খেলা থেকে আরো

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের স্বর্ণ জয়

এশিয়া কাপ আর্চারিতে বাংলাদেশের আলিফের স্বর্ণ জয়

অবৈধ পথে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশি নাগরিকরা

অবৈধ পথে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশি নাগরিকরা

জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

জিএনসি স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ভারতে পাসপোর্টবিহীন বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু

ভারতে পাসপোর্টবিহীন বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন