আন্তর্জাতিক

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:৫১ পিএম

এক লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্র এক লাখেরও বেশি ভিসা বাতিল করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় স্থানীয় সময় সোমবার (১২ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছে।

গত বছরের জানুয়ারিতে দ্বিতীয়বার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর থেকেই অভিবাসন নীতিতে কঠোর অবস্থান গ্রহণ করে ট্রাম্প প্রশাসন। এরই অংশ হিসেবে গত এক বছরে দেশজুড়ে ব্যাপক ধরপাকড় অভিযান চালানো হয় এবং বিপুলসংখ্যক ভিসা বাতিল করা হয়। অনেক ক্ষেত্রে বৈধ ভিসাধারীদেরও হাত-পা বেঁধে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বাতিল হওয়া ভিসার মধ্যে প্রায় ৮ হাজারটি ছিল স্টুডেন্ট ভিসা। এ ছাড়া অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসা ব্যক্তিদের প্রায় ২ হাজার ৫০০টি বিশেষ ভিসাও বাতিল করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, যুক্তরাষ্ট্রকে নিরাপদ রাখতে অপরাধে জড়িত ব্যক্তিদের বহিষ্কারের কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে নতুন ভিসা প্রদানের ক্ষেত্রেও আরও কঠোর নীতিমালা অনুসরণ করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র টমি পিগোট বলেন, ভিসা বাতিলের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, সহিংসতা এবং চুরির মতো অপরাধ। তিনি জানান, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ভিসা বাতিলের হার প্রায় ১৫০ শতাংশ বেড়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যে তিন মাসে ২২ মসজিদে হামলা, উদ্বেগ বাড়ছে ইসলামবিদ্বেষ নিয়ে

যুক্তরাজ্যে তিন মাসে ২২ মসজিদে হামলা, উদ্বেগ বাড়ছে ইসলামবিদ্বেষ নিয়ে

ওয়েস্টমিনস্টার কাউন্সিলে এক বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি প্রতারণা শনাক্ত

ওয়েস্টমিনস্টার কাউন্সিলে এক বছরে এক মিলিয়ন পাউন্ডের বেশি প্রতারণা শনাক্ত

৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার

৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার

সম্পত্তি বিতর্কে একের পর এক মন্ত্রিত্ব হারাচ্ছেন ব্রিটিশ নারী রাজনীতিকরা

সম্পত্তি বিতর্কে একের পর এক মন্ত্রিত্ব হারাচ্ছেন ব্রিটিশ নারী রাজনীতিকরা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন