আন্তর্জাতিক

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৫, ০৩:৩৭ পিএম

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ (শুক্রবার, ২৮ রমজান, ২৮ মার্চ) জুমার নামাজের ইমামতি করবেন এবং খুতবা দেবেন দুই প্রখ্যাত শায়েখ।

মসজিদে হারাম
আজ মসজিদুল হারামে জুমার নামাজ পড়াবেন ড. ইয়াসির বিন রশিদ আদ-দাওসারি। তিনি ৬ আগস্ট ১৯৮০ সালে সৌদি আরবের আল খারজ এলাকায় জন্মগ্রহণ করেন। মাত্র ১৫ বছর বয়সে তিনি কোরআন হিফজ করেন। এরপর তিনি ইমাম মুহাম্মদ বিন সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয়ের শরিয়া অনুষদ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং তুলনামূলক আইনশাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি ও তুলনামূলক ফিকহে পিএইচডি করেন। শায়েখ আদ-দাওসারি ১৯৯৫ সাল থেকে রিয়াদের মসজিদগুলোতে ইমামতি করছেন এবং ২০১৫ সালে তিনি মসজিদে হারামের তারাবিহ ও তাহাজ্জুদের ইমাম নিযুক্ত হন। ২০১৯ সালে তিনি মসজিদে হারামের স্থায়ী ইমাম নিযুক্ত হন এবং তাকে মসজিদে হারামের সর্বকনিষ্ঠ ইমাম হিসেবে অভিহিত করা হয়।

মসজিদে নববি
আজ মসজিদে নববিতে জুমার নামাজ পড়াবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি প্রবীণ আলেম ও কারি, মসজিদে নববির খতিব শায়েখ আলী আল হুজায়ফির ছেলে। শায়েখ আহমদ আল হুজাইফি মদিনার ইসলামি ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং সেখানে শিক্ষকতাও করেছেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটিতে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ২০১৯ সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন।

সূত্র: ইনসাইড দ্য হারামাইন

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাজ্যের বিশেষ দূতের সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠক

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে ভিসা জালিয়াতি করলে ১০ বছরের নিষেধাজ্ঞা

যুক্তরাজ্যে ইউক্রেনীয়দের আশ্রয় প্রত্যাখ্যান: ‘ফিরে যাওয়া নিরাপদ’ যুক্তি

যুক্তরাজ্যে ইউক্রেনীয়দের আশ্রয় প্রত্যাখ্যান: ‘ফিরে যাওয়া নিরাপদ’ যুক্তি

নববর্ষের দিন থেকে নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহীর মৃতদেহ উত্তর ইতালিতে উদ্ধার

নববর্ষের দিন থেকে নিখোঁজ ব্রিটিশ পর্বতারোহীর মৃতদেহ উত্তর ইতালিতে উদ্ধার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন