আন্তর্জাতিক

রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম

রোমানিয়ায় বাড়ছে বাংলাদেশিদের ঝুঁকি

রোমানিয়ার শ্রমবাজারে বড় ঘাটতি পূরণ করছে বিদেশি কর্মীরা। কিন্তু দেশটিতে অতি-ডানপন্থা, অনলাইনে বিদ্বেষ ছড়ানো এবং রাস্তায় হামলার মতো ঘটনার বৃদ্ধি বিদেশি শ্রমিকদের উদ্বেগ বাড়িয়ে তুলেছে। যাদের ওপর রোমানিয়ার শ্রমবাজার নির্ভর করছে, সেই কর্মীরাই এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন।

একসময় পশ্চিম ইউরোপে কর্মী পাঠানোর দেশ হিসেবে পরিচিত ছিল রোমানিয়া। কিন্তু এখন অবস্থার পরিবর্তন হয়েছে—বিদেশিদের প্রতি বিরূপ মনোভাব ও শোষণের ঝুঁকি বাড়ায় নতুন সংকটে পড়েছে দেশটি।

রাস্তায় হামলার পর আতঙ্কে বাংলাদেশিরা
বুখারেস্টে কাজ করা ২৯ বছর বয়সী বাংলাদেশি সাব্বিরুল আলম ফুড ডেলিভারি রাইডার হিসেবে কর্মরত। আগস্টে এক বাংলাদেশি রাইডারের ওপর হামলার পর তিনি রাতে কাজ করতে সাহস পান না। এএফপিকে তিনি জানান, “আমি ভয় পাচ্ছি।”
আক্রমণকারী তাকে বলেছিল, “তোমার দেশে ফিরে যাও”, “তুমি একজন আক্রমণকারী।”

ঘটনাটির কিছুদিন আগে চরম ডানপন্থি দল AUR–এর এক নেতা রোমানিয়ানদের ফেসবুকে আহ্বান জানিয়েছিলেন যেন তারা বিদেশি রাইডারদের কাছ থেকে খাবার না নেন। প্রেসিডেন্ট নিকুশোর ডান ওই হামলাকে ‘বিদেশি-বিদ্বেষী সহিংসতা’ বলে নিন্দা করেছেন।

নিয়মিত থেকে অনিয়মিত হওয়ার প্রবণতা
অনেক বাংলাদেশি নিয়মিত কাজের ভিসায় রোমানিয়ায় এলেও চাকরি না পাওয়া, বেতন না দেওয়া বা চুক্তিভঙ্গের কারণে তারা পশ্চিম ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।
২০২৩ সালের পরিসংখ্যান অনুযায়ী, অনিয়মিতভাবে রোমানিয়া ছাড়ার চেষ্টা করা বিদেশিদের মধ্যে বাংলাদেশিরাই শীর্ষে। অধিকাংশই হাঙ্গেরির সীমান্ত পাড়ি দিতে চেয়েছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

নিয়োগকর্তাদের প্রতিশ্রুতি পূরণ না হওয়া, বেতন আটকে রাখা এবং নথি বাজেয়াপ্ত করার মতো ঘটনায় অনেক বাংলাদেশি ও পাকিস্তানি শ্রমিক ঋণ-দাসত্বের শিকার হচ্ছেন।

অবাঞ্ছিত তবুও প্রয়োজনীয়
রোমানিয়ানরা ভালো বেতনের চাকরির জন্য বিদেশে যাওয়ায় দেশটিতে শ্রম সংকট তীব্র হয়েছে।
২০২৪ সালের শেষে ১ লাখ ৪০ হাজারেরও বেশি বিদেশি শ্রমিক রোমানিয়ার নির্মাণ, উৎপাদন, বাণিজ্য ও হোটেল-রেস্টুরেন্ট খাতে কাজ করছিলেন।
তবে তাদের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ঘৃণামূলক মন্তব্য ও সহিংসতার ঘটনাও।

এমপ্লয়ার্স’ ফেডারেশন অব লেবার ফোর্স ইমপোর্টার্স-এর সভাপতি রোমুলুস বাদেয়া জানিয়েছেন, হামলার ঘটনা এখনও বিচ্ছিন্ন হলেও তা “প্রবণতায়” রূপ নিতে পারে।
অনলাইনে গুজব ও মিথ্যা দাবি—যেমন “বিদেশিরা চাকরি দখল করছে”—বিদ্বেষ আরও উসকে দিচ্ছে।

কিছু রাইডার তাদের খাবারের ব্যাগে ‘আমি রোমানিয়ান’ লিখে আত্মরক্ষার চেষ্টা করছেন।

ইসিআরআই (ECRI) সতর্ক করে জানিয়েছে, রাজনৈতিক বক্তব্য, সংবাদমাধ্যম ও অনলাইনে ঘৃণাচারণ বৃদ্ধি উদ্বেগজনক। বর্তমানে রোমানিয়ার পার্লামেন্টের এক-তৃতীয়াংশ আসন চরম-ডান দলের দখলে, যা বৈরিতাকে আরও উস্কে দিচ্ছে।

সীমান্ত পরিস্থিতি বদলাচ্ছে
২০২৩ সাল থেকে রোমানিয়া অনিয়মিত সীমান্ত পারাপারে কড়াকড়ি আরোপ করেছে। সার্বিয়ার সঙ্গে যৌথ পদক্ষেপ, ফ্রন্টেক্স-এর উপস্থিতি এবং ইইউর নতুন নীতির কারণে সীমান্ত অতিক্রমের প্রচেষ্টা কমেছে।
২০২৪ সালে সীমান্তে শনাক্ত হওয়া বিদেশি নাগরিকের সংখ্যা ১৮ হাজার ৩৯৬, যাদের বড় অংশ ইউক্রেনীয়।

যদিও অধিকাংশ অভিবাসী নিয়মিতভাবেই রোমানিয়ায় কাজ করতে আসছেন, তবুও অনিশ্চয়তা, শোষণ ও বিদ্বেষমূলক আচরণের কারণে অনেকেই পশ্চিম ইউরোপের দিকে ঝুঁকি নিয়ে পাড়ি জমাচ্ছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

কেন ব্রিটেন ছাড়ছেন তরুণরা

কেন ব্রিটেন ছাড়ছেন তরুণরা

চ্যারিটি ভিসায় পরিবারসহ যুক্তরাজ্যে নতুন অভিবাসনের পথ

চ্যারিটি ভিসায় পরিবারসহ যুক্তরাজ্যে নতুন অভিবাসনের পথ

চলন্ত গাড়ির ছাদে বিপজ্জনক ভঙ্গিমায় তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল

চলন্ত গাড়ির ছাদে বিপজ্জনক ভঙ্গিমায় তরুণ-তরুণী, ভিডিও ভাইরাল

গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন উদ্যোগ: কাতার ও মিসরের প্রস্তাবনা

গাজায় যুদ্ধবিরতির জন্য নতুন উদ্যোগ: কাতার ও মিসরের প্রস্তাবনা

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন