আন্তর্জাতিক

৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৬ জুলাই ২০২৫, ০৫:১৯ পিএম

৮৩ বছর বয়সী বৃদ্ধাসহ প্যালেস্টাইন অ্যাকশনের ২০ সমর্থক গ্রেপ্তার

ব্রিটিশ সরকারের নতুন সন্ত্রাসবিরোধী নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই প্যালেস্টাইন অ্যাকশন গোষ্ঠীর ২০ জনেরও বেশি সমর্থককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৮৩ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত পুরোহিত

শনিবার লন্ডনে পার্লামেন্ট ভবনের সামনে আয়োজিত এক শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন তারা। বিক্ষোভকারীদের হাতে লেখা প্ল্যাকার্ডে দেখা যায়: “আমি গণহত্যার বিরোধিতা করি। আমি প্যালেস্টাইন অ্যাকশনকে সমর্থন করি।”

এর আগে শুক্রবার মধ্যরাতে প্যালেস্টাইন অ্যাকশনকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য সরকার। এর ফলে সংগঠনটির সদস্যপদ গ্রহণ করা বা প্রকাশ্যে সমর্থন জানানো এখন থেকে ১৪ বছরের কারাদণ্ড পর্যন্ত শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে গত ২০ জুনের একটি ঘটনা, যেখানে অক্সফোর্ডশায়ারের আরএএফ ব্রিজ নর্টন ঘাঁটিতে দুটি ভয়েজার বিমান ভাঙচুর করে প্যালেস্টাইন অ্যাকশনের কর্মীরা। পুলিশ জানায়, ওই হামলায় প্রায় ৭ মিলিয়ন পাউন্ডের ক্ষতি হয়েছে।

সংগঠনটির সমর্থকরা সরকারের সিদ্ধান্তকে গণতান্ত্রিক মতপ্রকাশের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি হিসেবে দেখছেন এবং তারা প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আন্তর্জাতিক থেকে আরো

বাংলাদেশ প্রসঙ্গে উত্তপ্ত আলোচনা ব্রিটিশ পার্লামেন্টে

বাংলাদেশ প্রসঙ্গে উত্তপ্ত আলোচনা ব্রিটিশ পার্লামেন্টে

নিউইয়র্কে মেয়র নির্বাচন: ইতিহাসের পথে জোহরান মামদানি

নিউইয়র্কে মেয়র নির্বাচন: ইতিহাসের পথে জোহরান মামদানি

সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

সুপরিচিত ইংলিশ ক্রিকেটারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

স্ত্রীর মরদেহ বাইকে বেঁধে নিয়ে গেলেন স্বামী (ভিডিওসহ)

স্ত্রীর মরদেহ বাইকে বেঁধে নিয়ে গেলেন স্বামী (ভিডিওসহ)

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন