বিনোদন

জেফারের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন রাফসান

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৪ জানুয়ারি ২০২৬, ০৬:০১ পিএম

জেফারের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন রাফসান

গুঞ্জন-অফিস অবসান করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি দিয়ে বিয়ের খবর প্রকাশ করেছেন উপস্থাপক ও কনটেন্ট ক্রিয়েটর রাফসান সাবাব এবং সংগীতশিল্পী জেফার রহমান

বুধবার ফেসবুকে একসঙ্গে বিয়ের কয়েকটি ছবি পোস্ট করে দুজনে লিখেছেন, “পরিবার ও ভালোবাসার মানুষদের পাশে নিয়ে আমাদের নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি; আপনাদের দোয়া আমাদের কাম্য। আজ আমাদের দুই জীবন এক হল, শুরু হল একসাথে পথচলার এক সুন্দর গল্প।”

ছবির সঙ্গে কমেন্ট বক্সে শুভেচ্ছা ও অভিনন্দনের বন্যা বয়ে গেছে। এটি রাফসানের দ্বিতীয় বিয়ে।

রাফসান ও জেফারের সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে গুঞ্জন চলছিল। তবে দুজনই কখনোই তাদের সম্পর্ক স্বীকার করেননি। বিদেশে একসঙ্গে ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লেও তারা ব্যক্তিগত জীবন নিয়ে মন্তব্য এড়িয়ে গেছেন।

গত কিছুদিন আগে রাফসান সামাজিক যোগাযোগমাধ্যমে তিন বছরের সংসার ভাঙার খবর নিজেই জানান। পরে ১৫ মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি জানান, বিচ্ছেদের সিদ্ধান্ত হুট করে নয়, বরং দেড় বছর ধরে আলোচনা চলছিল এবং বিষয়টি তিনি উভয় পরিবারের সঙ্গে পর্যালোচনা করেছিলেন।

এবার বিয়ের ছবি প্রকাশের সঙ্গে সঙ্গে সব জল্পনা ও কানাঘুষোর ইতি ঘটলো।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

সালমান শাহ নেই—২৯ বছর পেরিয়ে গেলেও হৃদয়ে আজও স্বপ্নের নায়ক

সালমান শাহ নেই—২৯ বছর পেরিয়ে গেলেও হৃদয়ে আজও স্বপ্নের নায়ক

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে সিলেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আলোর অন্বেষণ

কণ্ঠশিল্পী আসিফ আকবরকে সিলেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানালো আলোর অন্বেষণ

কিডনি দান করেও বিয়েতে দাওয়াত পাননি ফ্রান্সিয়া!

কিডনি দান করেও বিয়েতে দাওয়াত পাননি ফ্রান্সিয়া!

যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধের আহ্বান অভিনেত্রী শ্রীলেখার

যুদ্ধ নিয়ে রোম্যান্টিসিজম বন্ধের আহ্বান অভিনেত্রী শ্রীলেখার

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন