বিনোদন

আবুধাবির মসজিদে জুতা নিয়ে বিতর্কে সোনাক্ষী সিনহা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ০৪:৪৮ পিএম

আবুধাবির মসজিদে জুতা নিয়ে বিতর্কে সোনাক্ষী সিনহা

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও তাঁর স্বামী আবুধাবির পবিত্র শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদে যাওয়ার ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার পর গড়ে ওঠে বিতর্ক। ভিডিওতে দেখা যায়, মসজিদের ভেতরে জুতা পড়ে থাকার অভিযোগে তাদের ওপর তীব্র সমালোচনা শুরু হয়।

সোনাক্ষী নিজেই তার সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মসজিদের শান্তিপূর্ণ সৌন্দর্যের কথা শেয়ার করেন এবং লেখেন, “আবুধাবিতে কিছুটা ‘সুকুন’ পেলাম।” ছবি ও ভিডিও প্রকাশের পর থেকেই প্রশংসার পাশাপাশি ধর্মীয় স্থানে জুতা পরে যাওয়ার কারণে কটাক্ষের ঝড় বইতে শুরু করে।

বিরোধিতার মুখে পরে সোনাক্ষী জানান, “আমি মসজিদের ভেতরে জুতা পরে ঢুকিনি। নির্দিষ্ট জায়গায় জুতা খুলে ঢুকেছিলাম। এতটুকুই আমরা জানি।” তিনি সমালোচকদের তীব্র ট্রলকে উপেক্ষা করে বলেছিলেন, “হয়ে গেছে ট্রল? এবার আপনার জীবন এগিয়ে নিন।”

সোনাক্ষীর এই প্রতিক্রিয়ার পরে তার ভক্ত ও অনুরাগীরা পাশে দাঁড়ায়। তারা অনেকে দীপিকা পাড়ুকোনের আবুধাবি সফরে হিজাব পরায় সমালোচনার উদাহরণ টেনে লিখেছেন, “সোনাক্ষীর জন্য এটি স্বাভাবিক, কিন্তু দীপিকার জন্য কেন নয়? দুজনেই একই মসজিদে গিয়েছেন এবং সবাইকে শান্তিতে বাঁচতে দেওয়ার আহ্বান জানানো উচিত।”

উল্লেখ্য, সোনাক্ষী ও জহির ইকবালের আন্তঃধর্মীয় সম্পর্ক নিয়ে আগেও চর্চা হয়েছে। সোনাক্ষী বলেছেন, “ধর্ম কখনো আমাদের সম্পর্কের বাধা হয়নি। আমরা একে অপরের পরিবার ও প্রথাকে সম্মান করি।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

এবার ভারতীয় সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন অভিনেতা ঋত্বিক!

এবার ভারতীয় সংবাদমাধ্যমকে ধুয়ে দিলেন অভিনেতা ঋত্বিক!

জেফারের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন রাফসান

জেফারের সঙ্গে বিয়ের ছবি পোস্ট করলেন রাফসান

ভিডিও কলে নীলাকে ব্যাটিং শেখালেন স্বামী

ভিডিও কলে নীলাকে ব্যাটিং শেখালেন স্বামী

চূড়ান্ত শুনানির অপেক্ষায় সালমান শাহর পরিবার, দীর্ঘসময় পারেও হয়নি শুনানি

চূড়ান্ত শুনানির অপেক্ষায় সালমান শাহর পরিবার, দীর্ঘসময় পারেও হয়নি শুনানি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন