প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:৪৫ পিএম

গায়ক মাইনুল আহসান নোবেল কারাগারে বসেই বিয়ে করলেন ইডেন মহিলা কলেজের শিক্ষার্থী ইসরাত জাহান প্রিয়াকে। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে এই বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) মো. জাহাঙ্গীর কবির।
কারা সূত্রে জানা গেছে, বিয়ের সময় উভয় পক্ষের সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন নাজমা হোসেন, সাবিহা তারিন, মো. খলিলুর রহমান ও মো. সাদেক উল্লাহ ভূইয়া।
এর আগে বুধবার আদালতের নির্দেশে কারা কর্তৃপক্ষকে বিয়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com























