বিনোদন

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৬:১৬ পিএম

হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিক ৭ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ভ্যানচালক জব্বার আলী হাওলাদারকে হত্যাচেষ্টা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমান সিদ্দিককে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্লাহ এই রিমান্ডের আদেশ দেন।

এদিন দুপুরে সিদ্দিককে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। তবে সিদ্দিকের আইনজীবী রিমান্ড বাতিল এবং জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত সিদ্দিকের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণী অনুযায়ী, গত ১৯ জুলাই গুলশানের শাহজাদপুরে কনফিডেন্স টাওয়ারের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলি চালানো হয়, যার ফলে জব্বার আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। এই ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১০৯ জনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন ভ্যানচালক জব্বার।

এর আগে, মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে সিদ্দিক বেইলি রোড দিয়ে যাওয়ার সময় কিছু যুবক তাকে মারধর করেন। পরে তাকে রমনা থানা থেকে গুলশান থানায় হস্তান্তর করা হয় এবং সেখানেই তাকে হত্যাচেষ্টা মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিনোদন থেকে আরো

কারাগারে ইডেন ছাত্রীকে বিয়ে করলেন গায়ক নোবেল

কারাগারে ইডেন ছাত্রীকে বিয়ে করলেন গায়ক নোবেল

আবুধাবির মসজিদে জুতা নিয়ে বিতর্কে সোনাক্ষী সিনহা

আবুধাবির মসজিদে জুতা নিয়ে বিতর্কে সোনাক্ষী সিনহা

সালমান শাহ নেই—২৯ বছর পেরিয়ে গেলেও হৃদয়ে আজও স্বপ্নের নায়ক

সালমান শাহ নেই—২৯ বছর পেরিয়ে গেলেও হৃদয়ে আজও স্বপ্নের নায়ক

মা হলেন ক্যাটরিনা কাইফ

মা হলেন ক্যাটরিনা কাইফ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন