প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পিএম

জনপ্রিয় কণ্ঠশিল্পী মিলা ইসলাম সম্প্রতি একটি সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে প্রসঙ্গে করা মন্তব্য নিয়ে আলোচনায় উঠে এসেছেন। তার বক্তব্যকে ঘিরে গণমাধ্যমে বিয়ের খবর ছড়িয়ে পড়ায় বিব্রত এই শিল্পী।
মিলা বলেন, “সাক্ষাৎকারে যখন বলা হয়েছিল ‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছেন না’ এবং আগ্রহীদের ‘বায়োডাটা পাঠাতে বলেন’—তা সম্পূর্ণভাবে মজার ছলে বলা। এটি নিয়ে সিরিয়াসভাবে আলোচনার কিছু নেই। কিন্তু দেখছি বিভিন্ন সংবাদমাধ্যম এটিকে শিরোনাম বানিয়ে ফেলছে। আপাতত আমি বিয়ে নিয়ে ভাবছি না, পুরো মনোযোগ ক্যারিয়ারে।”
তিনি আরও যোগ করেন, “এই খবরে সামাজিক যোগাযোগমাধ্যম ও মোবাইলে অনেকের বার্তা পাচ্ছি, যা আমার জন্য এখন একপ্রকার বিপত্তি হয়ে দাঁড়িয়েছে। আমি চাই না ভুলভাবে উপস্থাপিত কোনো খবরের কারণে বিভ্রান্তি তৈরি হোক। তাই সাংবাদিকদের অনুরোধ করব, এসব বিষয় এড়িয়ে আমার কাজকে ফোকাসে রাখুন।”
এদিকে, চলচ্চিত্রে দীর্ঘ সাত বছর পর আবারও গানে ফিরেছেন মিলা। শওকত আলী ইমনের সংগীত পরিচালনায় তিনি কণ্ঠ দিয়েছেন আসন্ন চলচ্চিত্র ইনসাফ-এর একটি পার্টি গানে। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ঈদে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























