প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৫:১২ পিএম

অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ঢাকার একটি আদালত। সৎ মা নিশি ইসলামের করা মামলার প্রেক্ষিতে এই আদেশ দেওয়া হয়।
মঙ্গলবার (২২ এপ্রিল) ঢাকা মহানগর ১ম অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ দেন। আদালতে হাজির না হওয়ায় শাওনসহ মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
মামলার অভিযোগ অনুযায়ী, শাওন তার বাবা ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী ও সৎ মা নিশি ইসলামকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে, যাদের মধ্যে আছেন পুলিশের সাবেক কর্মকর্তা মোহাম্মদ হারুন-অর-রশিদও।
বাড্ডা থানার দুই পুলিশ সদস্য আদালতে হাজির হয়ে স্বীকার করেন, তৎকালীন ওসির নির্দেশে তারা বাদী নিশি ইসলামকে আটকের ঘটনায় অংশ নিয়েছিলেন।
নিশি ইসলাম আদালতের আদেশে সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা ন্যায়বিচার চাই।”
জানা গেছে, ২০২৪ সালের শুরুতে শাওনের বাবা বিয়ের জন্য বিজ্ঞাপন দিলে তার মাধ্যমে নিশির সঙ্গে পরিচয় ও পরবর্তীতে বিয়ে হয়। এরপর থেকেই পারিবারিক সম্পর্কের অবনতি ঘটে এবং নানা ঘটনার সূত্রপাত হয়।
প্রসঙ্গত, এর আগেও শাওনের বিরুদ্ধে রাজনৈতিক মিটিংয়ে অংশ নেওয়ার অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























