প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৫, ০৪:১৮ পিএম

যুক্তরাজ্যের শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তের পর, সরকার অক্সফোর্ড বিজনেস কলেজে নতুন শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট ফাইন্যান্স বা ছাত্র ঋণ বন্ধ করে দিয়েছে।
শিক্ষামন্ত্রী ব্রিজেট ফিলিপসনের মতে, কলেজটি শিক্ষার্থী ভর্তি, শ্রেণিতে উপস্থিতি এবং যোগ্যতা যাচাইয়ের নিয়ম সঠিকভাবে অনুসরণ করছে না। অনেকেই শুধুমাত্র ঋণ পাওয়ার জন্য কলেজে ভর্তি হচ্ছেন, যদিও তাদের প্রকৃত পড়াশোনার কোনো উদ্দেশ্য নেই, যার ফলে সরকারের বিপুল অর্থ অপচয় হচ্ছে।
উল্লেখ্য, অক্সফোর্ড বিজনেস কলেজ কোনো পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় নয়, তবে এটি ইংল্যান্ডের কিছু বিশ্ববিদ্যালয়ের কোর্স ‘ফ্র্যাঞ্চাইজ’ পদ্ধতিতে পরিচালনা করে। এই ব্যবস্থায় ছোট কলেজগুলো বড় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রম অনুসরণ করে ক্লাস নেয়।
সরকারের দাবি, কলেজটি শিক্ষার্থীদের যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে গাফিলতি করছে—বিশেষ করে ইংরেজি ভাষার দক্ষতা মূল্যায়ন এবং শ্রেণিতে উপস্থিতির ক্ষেত্রে সমস্যা রয়েছে।
এইসব কারণেই নতুন শিক্ষার্থীরা এই কলেজে ভর্তি হলেও তারা আর সরকারের পক্ষ থেকে শিক্ষাঋণ বা আর্থিক সহায়তা পাবেন না।
এদিকে, কলেজ কর্তৃপক্ষ বলেছে, তাদের বিরুদ্ধে কোনো অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি এবং সরকারের এই সিদ্ধান্তকে তারা ‘অবৈধ’ মনে করে আদালতে চ্যালেঞ্জ জানাবে।
তবে যেসব শিক্ষার্থী ইতিমধ্যে সেখানে পড়াশোনা করছেন, তারা ২০২৫ সালের শেষ পর্যন্ত টিউশন ফি এবং জীবনের খরচ বাবদ আর্থিক সহায়তা পেতে থাকবেন—যদি প্রমাণিত হয় যে তারা সত্যিকার অর্থেই পড়াশোনায় নিয়োজিত।
শিক্ষামন্ত্রী আরও বলেন, “আমরা নিশ্চিত করতে চাই, কেবল যারা সত্যিকার অর্থে শিক্ষাগ্রহণে আগ্রহী, তারাই যেন এই আর্থিক সহায়তা পায়। শুধুমাত্র ঋণের জন্য কেউ ভর্তি হলে, তারা এই সহায়তার আওতায় থাকবে না।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























