সিলেট

সিলেট বিভাগে এক লাখের বেশি পোস্টাল ভোটের নিবন্ধন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৮ জানুয়ারি ২০২৬, ০৫:৪৮ পিএম

সিলেট বিভাগে এক লাখের বেশি পোস্টাল ভোটের নিবন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে সিলেট বিভাগের চার জেলার এক লাখেরও বেশি প্রবাসী বাংলাদেশি ও সরকারি চাকরিজীবী পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৮ নভেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সিলেট বিভাগের চার জেলা থেকে মোট ১ লাখ ২ হাজার ৭৩৬ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯০ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ১৬ হাজার ৪১৬ জন

জেলা ভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ সংখ্যক নিবন্ধন হয়েছে সিলেট জেলায়। এ জেলা থেকে মোট ৪৫ হাজার ৫৮১ জন প্রবাসী ও সরকারি চাকরিজীবী নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ৩৮ হাজার ৪৭৭ জন এবং নারী ৭ হাজার ৩২৯ জন। বর্তমানে এই জেলায় ২২৫ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মৌলভীবাজার জেলায় পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ২৩ হাজার ৭৯৮ জন। এর মধ্যে পুরুষ ২০ হাজার ১৮৮ জন এবং নারী ৩ হাজার ৬১০ জন। এ জেলায় অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৭০ জন

সবচেয়ে কম নিবন্ধন হয়েছে হবিগঞ্জ জেলায়। এ জেলা থেকে মোট ১৫ হাজার ৪১০ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ১৫ জন এবং নারী ২ হাজার ৩৯৫ জন। এখানে অনুমোদনের অপেক্ষায় রয়েছেন ৬৮ জন

অন্যদিকে, সুনামগঞ্জ জেলা থেকে নিবন্ধন করেছেন ১৮ হাজার ১৫৩ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৭১ জন এবং নারী ৩ হাজার ৮২ জন। এই জেলাতেও ৬৮ জনের নিবন্ধন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, প্রবাসী ও সরকারি চাকরিজীবীদের মধ্যে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে আগ্রহ বৃদ্ধি পাওয়ায় এই নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এটি নির্বাচনী অংশগ্রহণের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি বলে মনে করছেন তারা।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

তথ্য সন্ত্রাসীদের ষড়যন্ত্রের শিকার গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর আহমদ

তথ্য সন্ত্রাসীদের ষড়যন্ত্রের শিকার গোয়াইনঘাটের সাংবাদিক মনজুর আহমদ

সিলেট মহানগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা কি সম্ভব নয়?

সিলেট মহানগরীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা কি সম্ভব নয়?

খালেদা জিয়ার মৃত্যু: আজ আধাবেলা সিলেটের সকল মার্কেট বন্ধ

খালেদা জিয়ার মৃত্যু: আজ আধাবেলা সিলেটের সকল মার্কেট বন্ধ

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

জৈন্তাপুর সীমান্ত দিয়ে ১৯ বাংলাদেশিকে পুশ-ইন করল বিএসএফ

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন