সিলেট

ভারতে অতিভারী বৃষ্টি, ডুবতে পারে সিলেটসহ দেশের ৯ অঞ্চলের নিম্নাঞ্চল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

ভারতে অতিভারী বৃষ্টি, ডুবতে পারে সিলেটসহ দেশের ৯ অঞ্চলের নিম্নাঞ্চল

ভারতের উত্তর-পূর্বাঞ্চলে টানা অতিভারী বর্ষণ এবং দেশের অভ্যন্তরেও চলমান বৃষ্টির কারণে বাংলাদেশে একাধিক নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। এতে করে সিলেট, রংপুর, চট্টগ্রামসহ দেশের অন্তত ৯টি অঞ্চলের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

রবিবার (১৪ সেপ্টেম্বর) এক পূর্বাভাসে পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, ময়মনসিংহ, রংপুর ও চট্টগ্রাম বিভাগে এবং ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ ও আসামে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া আগামী ৭২ ঘণ্টায় বাংলাদেশ ও ভারতের বেশ কয়েকটি রাজ্যে আরও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বিশেষ করে ভারতের মেঘালয়, আসাম, সিকিম, বিহার ও ত্রিপুরা প্রদেশ এবং বাংলাদেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত ঘটতে পারে।

পাউবো জানিয়েছে, সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীগুলোর পানি আগামী তিন দিনের মধ্যে আরও বাড়তে পারে এবং কিছু কিছু স্থানে তা সতর্কসীমা অতিক্রম করতে পারে। ফলে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীঘেঁষা নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি দ্রুত বাড়ছে। পূর্বাভাস অনুযায়ী, তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানির স্তরও বাড়ছে। মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এর ফলে ফেনী ও চট্টগ্রাম জেলার নদীঘেঁষা এলাকাগুলো সাময়িক জলাবদ্ধতার শিকার হতে পারে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে বন্যা ঝুঁকিপূর্ণ এলাকাগুলোর নিম্নাঞ্চলে দ্রুত পানি প্রবেশ করতে পারে। তাই এসব অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিলেট থেকে আরো

সিলেটে পাঁচ দিন ভারি বৃষ্টির শঙ্কা, সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

সিলেটে পাঁচ দিন ভারি বৃষ্টির শঙ্কা, সন্ধ্যার মধ্যে ঝড়ের পূর্বাভাস

এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর

এক বোনকে বাঁচাতে পুকুরে নামে আরও দুইজন, একসাথে ডুবে মৃত্যু তিন শিশুর

তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মুক্তির অঙ্গিকার

তারেক রহমানের ৩১ দফা বাংলাদেশের মুক্তির অঙ্গিকার

বিশেষ অভিযানে দুই দিনে সিলেটে আটক ২২২ যানবাহন, মামলা প্রায় শত

বিশেষ অভিযানে দুই দিনে সিলেটে আটক ২২২ যানবাহন, মামলা প্রায় শত

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন