লিড নিউজ

শাবিপ্রবিতে ছাত্রী ধর্ষণের অভিযোগে উত্তাল ক্যাম্পাস

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২০ জুন ২০২৫, ০৮:৩১ পিএম

শাবিপ্রবিতে ছাত্রী ধর্ষণের অভিযোগে উত্তাল ক্যাম্পাস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক নারী শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। শুক্রবার (২০ জুন) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন।
তারা অভিযুক্ত দুই শিক্ষার্থী—সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শান্ত তারা আদনান (২৩) ও স্বাগত দাশ পার্থ (২২)—এর স্থায়ী বহিষ্কার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

ঘটনার বিবরণ: পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, গত ২ মে সুরমা আবাসিক এলাকার একটি বাসায় ডেকে নিয়ে ওই ছাত্রীকে অচেতন করে ধর্ষণ করেন অভিযুক্তরা। পরবর্তীতে ভিডিও ধারণ করে তা প্রকাশের হুমকি দিয়ে বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয়।
ভুক্তভোগী শিক্ষার্থী প্রথমে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন এবং পরে সিলেট কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩) ধারা ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২-এর ৮ ধারায় মামলা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় দুই অভিযুক্তকে আটক করেছে পুলিশ— একজনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, আরেকজনকে সুরমা আবাসিক এলাকা থেকে। তাদের মধ্যে আদনান ছাত্রলীগের সক্রিয় কর্মী এবং পূর্বে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় করা এক মামলার আসামিও ছিলেন।

প্রক্টরিয়াল জিজ্ঞাসাবাদে ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ ও প্রশাসন।

মানববন্ধনে প্রতিক্রিয়া: সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জেমিমা জামান সেলিয়া বলেন, “ভাবতেই কষ্ট হচ্ছে—যাদের সঙ্গে আমরা প্রতিদিন ক্লাস করেছি, তারা এমন ভয়ঙ্কর অপরাধে লিপ্ত! আমরা তাদের আজীবন বহিষ্কার চাই।”

ভয়েস ফর জাস্টিসের উপদেষ্টা ও সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী আক্কাস বলেন, “একই ব্যাচের শিক্ষার্থী কর্তৃক ধর্ষণের ঘটনা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত লজ্জাজনক। অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ভুক্তভোগী শিক্ষার্থীকে মানসিকভাবে সহায়তা দেওয়াও আমাদের দায়িত্ব।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

লিড নিউজ থেকে আরো

সিলেটে শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিতে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

সিলেটে শান্তিপূর্ণ দুর্গোৎসব নিশ্চিতে প্রশাসনের সর্বাত্মক প্রস্তুতি

অ্যাড. চৌধুরী আব্দুল হাই এর মৃত্যুতে এমইউ ইউনিভার্সিটির ভিসির শোক প্রকাশ

অ্যাড. চৌধুরী আব্দুল হাই এর মৃত্যুতে এমইউ ইউনিভার্সিটির ভিসির শোক প্রকাশ

যুক্তরাজ্যে মসজিদ নিরাপত্তায় অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ

যুক্তরাজ্যে মসজিদ নিরাপত্তায় অতিরিক্ত ১০ মিলিয়ন পাউন্ড বরাদ্দ

সংস্কার ও নির্বাচনই বিএনপির প্রধান লক্ষ্য: মাহবুব চৌধুরী

সংস্কার ও নির্বাচনই বিএনপির প্রধান লক্ষ্য: মাহবুব চৌধুরী

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন