প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৩:১৩ পিএম

টাঙ্গাইলের রসুলপুর গ্রামে শুরু হয়েছে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’। বৈশাখ মাসের ১১ তারিখ থেকে শুরু হওয়া এ মেলা চলবে ১৩ বৈশাখ পর্যন্ত। মেলাকে কেন্দ্র করে রসুলপুর ও আশপাশের গ্রামগুলোতে সৃষ্টি হয়েছে উৎসবের আমেজ।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মেলায় অংশ নিয়েছেন আশপাশের অন্তত ৩০ গ্রামের জামাইরা। এদের অনেকেই শ্বশুরবাড়ির নিমন্ত্রণে দূর-দূরান্ত থেকে এসেছেন। স্থানীয়রা জানান, ব্রিটিশ আমলে শুরু হওয়া এ মেলার বয়স প্রায় দেড়শ বছর। সময়ের ব্যবধানে এটি এখন ‘জামাই মেলা’ নামেই পরিচিত।
মেলার দিন শাশুড়িরা জামাইদের হাতে টাকা তুলে দেন, সেই অর্থে জামাই বাজার করে শ্বশুরবাড়ির সবাইকে আপ্যায়ন করেন। মেলায় বসেছে বিভিন্ন খাবারের দোকান, হস্তশিল্প, প্রসাধনী, আসবাবপত্রসহ নানা পণ্যের পসরা।
মেলাকে ঘিরে নারী, পুরুষ, শিশু-বৃদ্ধ—সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে পুরো এলাকা।
রসুলপুর গ্রামের বাসিন্দা আরিফ মিয়া বলেন,
“আমরা ছোটবেলা থেকেই এই মেলার সঙ্গে পরিচিত। এটি আমাদের গ্রামের সবচেয়ে বড় উৎসব।”
মেলায় ঘুরতে আসা এক জামাই জানান,
“প্রতি বছরই শ্বশুরবাড়ির দাওয়াতে মেলায় আসি। আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হয়, সবাই মিলে আনন্দ করি।”
তবে কিছু দর্শনার্থী মেলার জায়গা ছোট হওয়ায় ভিড়ে সমস্যার কথা জানিয়েছেন। মেলায় আসা দর্শনার্থী শিরীন আক্তার বলেন,
“প্রথমবার এসেছি। মেলা দারুণ, তবে একটু বড় পরিসরে হলে ভালো হতো।”
মেলায় আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে পুলিশ ও স্বেচ্ছাসেবক বাহিনী। টাঙ্গাইল সদর ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছাইদ জানান,
“মেলায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
মেলা কমিটির আহ্বায়ক ও গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন,
“উৎসবমুখর পরিবেশে মেলা শুরু হয়েছে। আমরা চেষ্টা করছি প্রতিটি বিষয় সুন্দরভাবে তদারকি করতে।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























