তথ্যপ্রযুক্তি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু: দেখুন বছরে কী কী করেছেন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৫৬ পিএম

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু: দেখুন বছরে কী কী করেছেন

ওপেনএআই তাদের ব্যবহারকারীদের জন্য নতুন একটি ফিচার চালু করেছে, যার নাম ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’। এই ফিচারটি ব্যবহারকারীদের ২০২৫ সালে চ্যাটজিপিটির সঙ্গে কাটানো সময়, কথোপকথন ও গুরুত্বপূর্ণ আইডিয়াগুলোর ঝলক দেখাবে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে প্রতিষ্ঠানটি জানিয়েছে, যারা নিয়মিত চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, তাদের জন্য এটি বছরের রিভিউ বা ইয়ার-ইন-রিভিউ অভিজ্ঞতা হিসেবে কাজ করবে। ফিচারটি ব্যবহার করে দেখা যাবে, কোন বিষয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, কত সময় চ্যাটজিপিটিতে ব্যয় করেছেন এবং কোন ধরনের আইডিয়াগুলো তৈরি হয়েছে।

ফিচারটি ব্যবহার করতে হলে ব্যবহারকারীর অ্যাকাউন্টে সেভ মেমোরি এবং চ্যাট হিস্ট্রি চালু থাকতে হবে। বর্তমানে এটি সীমিত কয়েকটি দেশে চালু রয়েছে—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। ভবিষ্যতে অন্য দেশে চালু হবে কি না, সে বিষয়ে এখনও কোনো তথ্য নেই।

ফিচারটি দেখার উপায়:

  • অ্যাপে ঢুকে চ্যাট শুরু করুন।

  • ‘+’ বাটনে ক্লিক করে ‘ইওর ইয়ার উইথ চ্যাটজিপিটি’ নির্বাচন করুন।

  • বা সরাসরি প্রম্পট হিসেবে লিখতে পারেন: “Show me my year with ChatGPT”

ওপেনএআই বলছে, এটি অনেকটাই স্পটিফাই র‍্যাপডের মতো, তবে এখানে গান নয়, বরং ব্যবহারকারীর চ্যাট ইতিহাসের উপর ভিত্তি করে বছরের হাইলাইট দেখানো হবে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তথ্যপ্রযুক্তি থেকে আরো

বাস-ট্রেনে হেডফোন ব্যবহার করার অনুরোধ

বাস-ট্রেনে হেডফোন ব্যবহার করার অনুরোধ

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ঝুলিতে গোল্ডসহ ১১ পদক

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের ঝুলিতে গোল্ডসহ ১১ পদক

কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার

কিশোর-কিশোরীরা নিজেরাই কমাচ্ছে স্মার্টফোন ব্যবহার

হোয়াটসঅ্যাপে এবার মেটা এআইয়ের সঙ্গে রিয়েল টাইম ভয়েস চ্যাট

হোয়াটসঅ্যাপে এবার মেটা এআইয়ের সঙ্গে রিয়েল টাইম ভয়েস চ্যাট

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন