প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৩:৪২ পিএম

বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ‘অলরাউন্ড’ পারফরম্যান্সের স্মার্টফোন ‘অপো এ৫ প্রো’। নতুন এই স্মার্টফোনের প্রোডাক্ট অ্যাম্বাসেডর হিসেবে রয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অপো এ৫ প্রো বাংলাদেশের প্রথম স্মার্টফোন যা আন্তর্জাতিকভাবে সার্টিফাইড এবং বুয়েটের ‘টপ-রেটেড ওয়াটার রেজিস্ট্যান্স এবং ড্রপ টেস্ট’-এ সফল হয়েছে।
এই স্মার্টফোনে রয়েছে আইপি৬৯, আইপি৬৮ এবং আইপি৬৬ সুরক্ষা স্তর, যা ফোনটিকে পানি প্রবেশ, ধুলো জমা হওয়া, এবং হাই প্রেশার স্প্রে এর মতো প্রতিকূল পরিবেশে রক্ষা করতে সহায়ক। অপো এ৫ প্রো এর ওয়াটারপ্রুফিং সিস্টেমে ব্যবহার করা হয়েছে সিলিকন রিংস এবং অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল, যা সাইড অপেনিং রুদ্ধ করে এবং এয়ার টাইট ব্যারিয়ার তৈরি করে।
এছাড়া, স্মার্টফোনটিতে রয়েছে মিলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স, যা ১৪টি মিলিটারি-স্ট্যান্ডার্ড টেস্টে সফল হয়েছে। এর মানে, এই ডিভাইসটি বৈরি পরিবেশে ভাল কাজ করে এবং প্রতিকূল পরিস্থিতিতে টেকসই থাকে। এই ফোনে রয়েছে ডাবল-টেম্পার্ড গ্লাস, যা ১৬০% বেশি ড্রপ প্রটেকশন দেয়।
অপো এ৫ প্রো স্মার্টফোনে এআই ইরেজার ২.০, এআই রিফ্লেকশন রিমুভার, এআই আনব্লার, এবং এআই ক্লিয়ারিটি এনহেন্সার এর মতো ফিচার রয়েছে, যা ছবি থেকে অপ্রয়োজনীয় অংশ মুছে ফেলে, প্রতিফলন দূর করে এবং ছবি আরও স্পষ্ট ও সৃজনশীল করতে সাহায্য করে।
এই স্মার্টফোনে রয়েছে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, যা ব্যবহারকারীদেরকে স্পষ্ট, নিখুঁত এবং অকৃত্রিম ছবি তোলার সুবিধা দেয়।
এছাড়া, ৪৫ ওয়াট সুপারভোগ স্মার্ট চার্জিং এবং ৫,৮০০ এমএএইচ ব্যাটারি ফিচার যুক্ত এই স্মার্টফোনটি মাত্র ৭৬ মিনিটে পূর্ণ চার্জ হতে পারে। আগের মডেলের তুলনায় ১০% বেশি ব্যাটারি ক্ষমতার কারণে এটি ৩৬ ঘণ্টা কল টাইম, ১৭ ঘণ্টা ইউটিউব প্লেব্যাক এবং ২৮ ঘণ্টা অডিও প্লেব্যাক নিশ্চিত করে। এছাড়া, একবার চার্জে ৭.৩ ঘণ্টা পর্যন্ত মোবাইল লিজেন্ডস: ব্যাং ব্যাং গেম খেলা যায়।
অপো এ৫ প্রো (৮জিবি + ১২৮জিবি) অলিভ গ্রিন এবং মোকা ব্রাউন রঙে পাওয়া যাচ্ছে এবং এর বাজার মূল্য ২৩,৯৯০ টাকা।
অপো বাংলাদেশ অথরাইজ এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ডেমন ইয়াং বলেন, “আমরা অত্যন্ত আনন্দিত যে, গ্রাহকদের কাছে অল-রাউন্ড পারফরম্যান্সের অপো এ৫ প্রো পৌঁছে দিতে পেরেছি। এই ডিভাইসটি ব্যবহারকারীদের স্থায়িত্ব এবং প্রিমিয়াম ফিচার প্রদান করবে, এবং আমি বিশ্বাস করি এটি নতুন প্রযুক্তি ও টেকসইতার সমন্বয়ে ইন্ডাস্ট্রিতে পারফরম্যান্সের একটি নতুন মানদণ্ড স্থাপন করবে।”
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























