প্রকাশ: ১২ মে ২০২৫, ০৫:২৮ পিএম

দেশে তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফাইজ তাইয়েব আহমেদ।
সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, আইসিটি ও ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (IIG) পর্যায়ে ১০% এবং ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫% পর্যন্ত দাম কমানো হবে। এই পদক্ষেপের মাধ্যমে ইন্টারনেট সেবার খরচ উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়া, ফাইবার অ্যাট হোম এবং অন্যান্য সার্ভিস প্রোভাইডাররা পাঁচশ’ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট সরবরাহের নিশ্চয়তা দিয়েছে। এর আগে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি আইআইজি ও আইএসপি গ্রাহকদের জন্য ১০% এবং পাইকারি গ্রাহকদের জন্য মোট ২০% মূল্য কমিয়েছে।
তবে এখনো দেশের তিনটি বেসরকারি মোবাইল অপারেটর ইন্টারনেটের দাম কমায়নি। তাই ফাইজ তাইয়েব আহমেদ জানিয়েছেন, সরকার ইতোমধ্যে তাদেরকে ডিডব্লিউডিএম এবং ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে, তাই ইন্টারনেট সেবার মূল্য না কমানোর কোনো যৌক্তিক কারণ নেই।
তিনি আরও বলেন, মোবাইল ইন্টারনেটের দাম কমলে চলমান মূল্যস্ফীতিও কিছুটা প্রশমিত হতে পারে। সরকারের আশা, শিগগিরই মোবাইল অপারেটরগুলোও মূল্য হ্রাসের ঘোষণা দেবে।
সূত্র: ইউএনবি
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























