বিদেশে উচ্চশিক্ষা

গেটস কেমব্রিজ স্কলারশিপ: যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৫ পিএম

গেটস কেমব্রিজ স্কলারশিপ: যুক্তরাজ্যে বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব কেমব্রিজে সম্পূর্ণ বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’। ২০২৬–২৭ শিক্ষাবর্ষের জন্য এই আন্তর্জাতিক বৃত্তির আবেদন চলমান রয়েছে। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে এই স্কলারশিপ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য সম্পূর্ণ ফান্ডেড সুযোগ হিসেবে বিবেচিত।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতিবছর প্রায় ৮০ জন শিক্ষার্থীকে এই স্কলারশিপ প্রদান করা হয়। এটি মূলত একাডেমিক কৃতিত্ব, নেতৃত্বের গুণাবলি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রতিশ্রুতিশীলতা বিবেচনায় দিয়ে থাকে।

যেসব কোর্সের জন্য প্রযোজ্য

গেটস কেমব্রিজ স্কলারশিপ কেমব্রিজ ইউনিভার্সিটির পূর্ণকালীন মাস্টার্স (MSc বা MLitt) এবং পিএইচডি প্রোগ্রামের জন্য প্রযোজ্য। তবে এটি আন্ডারগ্র্যাজুয়েট, এমবিএ, বিজনেস ডাকটরেট, পার্টটাইম কোর্স এবং মেডিকেল ডিগ্রির জন্য প্রযোজ্য নয়।

বৃত্তির আওতায় যা থাকছে

এই স্কলারশিপের আওতায় রয়েছে—

  • কেমব্রিজ ইউনিভার্সিটির পূর্ণ টিউশন ফি

  • বছরে £২১,০০০ (পাউন্ড) ভাতা

  • প্রোগ্রামের শুরু ও শেষে ইকনোমি ক্লাসে বিমানভাড়া

  • ভিসা ফি এবং স্বাস্থ্যসেবা সাপ্লিমেন্ট

  • একাডেমিক উন্নয়ন তহবিল (£৫০০–£২,০০০)

  • পরিবারিক ভাতা (এক সন্তানের জন্য £১১,৬০৪ এবং দুই বা ততোধিক সন্তানের জন্য £১৬,৫৪৮)

  • জরুরি সহায়তা ও মাতৃত্ব/পিতৃত্বকালীন ভাতা

আবেদনের যোগ্যতা ও প্রক্রিয়া

আবেদনকারীদের অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং কেমব্রিজে পূর্ণকালীন পোস্টগ্র্যাজুয়েট কোর্সে ভর্তি হওয়ার যোগ্যতা থাকতে হবে। ভালো একাডেমিক রেকর্ড, নেতৃত্বের সক্ষমতা এবং সমাজে অবদান রাখার মানসিকতা থাকতে হবে।

আবেদন করতে হবে কেমব্রিজ ইউনিভার্সিটির অনলাইন পোর্টালের মাধ্যমে। ভর্তি ফর্মের সঙ্গে ‘Funding’ বিভাগে স্কলারশিপ আবেদন অংশ পূরণ করতে হবে।

পিএইচডি প্রার্থীদের একটি গবেষণাপত্র (Research Proposal) জমা দিতে হবে। আবেদনকারীদের থেকে ৫০০ শব্দের একটি ব্যক্তিগত বিবৃতি এবং একাডেমিক রেফারেন্স লেটার চাওয়া হবে।

সময়সীমা

আবেদনের সময়সীমা কোর্সভেদে ভিন্ন হতে পারে। আবেদনকারীদের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে নির্ধারিত সময়সূচি দেখে আবেদন করতে বলা হয়েছে।

শুধু আর্থিক সহায়তা নয়

স্কলারশিপটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং একটি বৈশ্বিক নেতৃত্ব তৈরির প্ল্যাটফর্মও। শিক্ষার্থীরা এই প্রোগ্রামের মাধ্যমে মেন্টরিং, নেটওয়ার্কিং এবং বৈশ্বিক সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা পালনের সুযোগ পান।

বিশ্বমানের উচ্চশিক্ষার পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য গেটস কেমব্রিজ স্কলারশিপ একটি অনন্য সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিদেশে উচ্চশিক্ষা থেকে আরো

যুক্তরাজ্যে শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ-বাংলাদেশিদের ঈর্ষণীয় সাফল্য

যুক্তরাজ্যে শিক্ষাক্ষেত্রে ব্রিটিশ-বাংলাদেশিদের ঈর্ষণীয় সাফল্য

আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ যাত্রা শুরু

আন্তর্জাতিক শিক্ষা ও ভাষা প্রশিক্ষণে নতুন রূপে ‘ইয়েস গ্লোবাল’ যাত্রা শুরু

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পাসপোর্টে থাকবে না ভিসার স্টিকার

যুক্তরাজ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের পাসপোর্টে থাকবে না ভিসার স্টিকার

যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের ভিসা: আসছে ই-ভিসা পদ্ধতি

যুক্তরাজ্যে পাল্টে যাচ্ছে বাংলাদেশিদের ভিসা: আসছে ই-ভিসা পদ্ধতি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন