রাজনীতি

‘বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় দাওয়াত দিন’— জামায়াত প্রার্থী ফয়জুলের বক্তব্য ভাইরাল

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ০৩:৫১ পিএম

‘বিড়িতে সুখটান দিয়েও দাঁড়িপাল্লায় দাওয়াত দিন’— জামায়াত প্রার্থী ফয়জুলের বক্তব্য ভাইরাল

নির্বাচন উপলক্ষে উঠান বৈঠকে দেওয়া জামায়াতে ইসলামীর প্রার্থী ফয়জুল হকের একটি বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঝালকাঠি-১ আসনের এই প্রার্থী তার বক্তব্যে বলেন, বিড়িতে সুখটান দিয়ে হলেও দাঁড়িপাল্লা প্রতীকে দাওয়াত দিলে আল্লাহ মাফ করে দিতে পারেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ফয়জুল হক বলছেন, ‘দোকান থেকে বিড়ি কিনে একটা সুখটান দিয়ে বলবেন—কারবার কী, দেশে কী দেখছেন। দাঁড়িপাল্লা ছাড়া কোনো মানুষ দেখছি না। গল্পের ছলে আমার কথা শুনে আপনারা হাসছেন। কিন্তু এমনও হতে পারে, আপনি কোনোদিন ইবাদতের সুযোগ পাননি। ওই সুখটানে দাঁড়িপাল্লার দাওয়াত আল্লাহর কাছে কবুল হলে আগের সব গুনাহ মাফ হয়ে যেতে পারে। তাই কোনো অবস্থায় বসে থাকবেন না।’

এ বক্তব্য ঘিরে আলোচনা-সমালোচনা শুরু হলে ফয়জুল হক বলেন, তাঁর কথা ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি জানান, ‘বিড়ি খাওয়া মানুষ কি দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে পারে না? আমি সেটাই বোঝাতে চেয়েছি। দাঁড়িওয়ালা, দাড়ি কাটা কিংবা বিড়ি খাওয়া—সবাই আমার ভোটার।’

স্থানীয়ভাবে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে ভিন্ন প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাজনীতি থেকে আরো

সিলেট বোর্ডে এসএসসি পাসের হার ৬৮.৫৭%, কমেছে জিপিএ-৫ এর হার

সিলেট বোর্ডে এসএসসি পাসের হার ৬৮.৫৭%, কমেছে জিপিএ-৫ এর হার

মসজিদের ৪২ বিঘা জমি দখলে, ভূমিদস্যুর কবলে ঐতিহ্যবাহী সম্পত্তি

মসজিদের ৪২ বিঘা জমি দখলে, ভূমিদস্যুর কবলে ঐতিহ্যবাহী সম্পত্তি

স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি

স্বেচ্ছায় নিখোঁজ ছিলেন টঙ্গীর খতিব মুহিবুল্লাহ, আদালতে জবানবন্দি

এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

এভারকেয়ার হাসপাতালে ডা. জুবাইদা রহমান

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন