জাতীয়

ফয়সালের বিদেশে পালানোর তথ্য নিয়ে নিশ্চিত নয় পুলিশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৩ পিএম

ফয়সালের বিদেশে পালানোর তথ্য নিয়ে নিশ্চিত নয় পুলিশ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বর্তমান অবস্থান নিয়ে নানা ধরনের তথ্য ছড়ালেও এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়ার কথা জানায়নি পুলিশ। বিশেষ করে তার ভারত পালিয়ে যাওয়ার গুঞ্জন নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী সুনির্দিষ্ট কিছু বলতে পারেনি।

রোববার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক জরুরি সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, ফয়সাল করিম মাসুদ দেশের বাইরে চলে গেছেন—এমন কোনো নির্ভরযোগ্য তথ্য এখনো পাওয়া যায়নি। তার সর্বশেষ অবস্থান সম্পর্কেও পুলিশের কাছে নিশ্চিত তথ্য নেই।

তিনি জানান, অনেক সময় অপরাধীরা ইচ্ছাকৃতভাবে নিজেদের অবস্থান নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। ফয়সালের অবস্থান নিশ্চিত করতে পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা একযোগে কাজ করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত আইজি বলেন, “সফলতা বা ব্যর্থতার মূল্যায়ন আপনারাই করবেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। পুলিশ হেডকোয়ার্টার্স, ডিএমপি, ডিবি, বিজিবি—সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।”

রাজনৈতিক দলের সম্পৃক্ততার বিষয়ে তিনি বলেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলা সম্ভব নয়। পুরো তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে। তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গুলির আলামত নিয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

অতিরিক্ত আইজিপি বলেন, জনমতের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ কাজ করছে। যাদের নাম এ ঘটনায় উঠে আসছে, তাদের অনেককেই নজরদারিতে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে ডিএমপির গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে ধারণা করা হচ্ছে। ব্যক্তিগত কোনো বিরোধ থেকে এ ঘটনা ঘটেছে—এমন ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। শুরু থেকেই সব সংস্থা সমন্বিতভাবে তদন্তে যুক্ত রয়েছে বলেও জানান তিনি।

এদিকে, আগামী কর্মসূচি ও দাবি জানাতে জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ। রোববার (২১ ডিসেম্বর) সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়, সোমবার দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

পোস্টে আরও বলা হয়, বিপুল জনসমর্থনে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির কোনোটি এখনো বাস্তবায়ন হয়নি। সংগঠনটির অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে হত্যাকাণ্ডকে খাটো করে দেখানোর চেষ্টা করছে। এ প্রেক্ষাপটে পরবর্তী কর্মসূচি ও দাবি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট

ফেসবুকে তারেক রহমানের আবেগঘন পোস্ট

মাত্র ১ হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের চাল খুলে নিল পাওনাদার

মাত্র ১ হাজার টাকার জন্য বৃদ্ধের ঘরের চাল খুলে নিল পাওনাদার

লিটারপ্রতি জ্বালানি তেলের দাম বেড়েছে ২ টাকা

লিটারপ্রতি জ্বালানি তেলের দাম বেড়েছে ২ টাকা

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের অনুপ্রেরণা হাফেজ বশির

মালয়েশিয়ায় বাংলাদেশি তরুণদের অনুপ্রেরণা হাফেজ বশির

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন