জাতীয়

উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা, আহত ৬

Icon

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০৫:১৩ পিএম

উপদেষ্টা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলা, আহত ৬

শেরপুরের নালিতাবাড়ীতে পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত চার সাংবাদিকসহ ছয়জন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২৬ মে) দুপুরে উপজেলার দাওধারা কাটাবন এলাকায়।

আহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক জাহিদুল খান সৌরভ, বাবু চক্রবর্তী, নাঈম ইসলাম ও শাহরিয়ার শাকিরসহ আরও দুজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গারো পাহাড়ঘেরা একটি বনভূমিতে পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নিয়ে বন বিভাগের আপত্তির প্রেক্ষিতে এলাকা পরিদর্শনে যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি ঘোষণা দেন—বনের জমিতে কোনো পর্যটন কেন্দ্র হবে না এবং সেখানে হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তার এই ঘোষণার পরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। পর্যটন কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে থাকা দুপক্ষ উপদেষ্টার গাড়িবহর ঘিরে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে বিক্ষুব্ধরা গাড়িবহরে থাকা সাংবাদিকদের ওপর হামলা চালায়।

আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং ঘটনার তদন্ত চলছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যা: প্রধান আসামি গ্রেফতার

দৌলতদিয়ায় এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা!

দৌলতদিয়ায় এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা!

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন