প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৪:৪৬ পিএম

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত ‘বিগ টিকিট’ লটারির সর্বশেষ সাপ্তাহিক ড্র-তে ভাগ্য বদলে গেছে দুই বাংলাদেশি প্রবাসীর। তারা প্রত্যেকে জিতেছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম করে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৯ লাখ ৫৮ হাজার টাকা। দুইজন মিলে মোট পুরস্কারের পরিমাণ প্রায় এক কোটি টাকা।
গালফ নিউজ-এর বরাতে জানা যায়, বিজয়ীদের একজন হচ্ছেন ৫২ বছর বয়সি আবু মনসুর আলী আহমেদ। তিনি ফুজাইরাহতে একটি গাড়ির ওয়ার্কশপ পরিচালনা করেন এবং ১৯৯২ সাল থেকে দুবাইতে বসবাস করছেন। মনসুর জানান, তিনি প্রথমবারের মতো ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পারেন বন্ধুদের মাধ্যমে এবং সেই সময় থেকেই প্রতি মাসে ২০ জনের একটি দল নিয়ে লটারি কিনে আসছেন।
লটারি জয়ের খবর পেয়ে আবু মনসুর উচ্ছ্বসিত হয়ে পড়েন। তিনি জানান, “পুরস্কারের অর্থ দিয়ে কী করব এখনো ঠিক করিনি, তবে আমি আবারও এই ড্রতে অংশ নেব।”
অন্য বিজয়ী কাতারপ্রবাসী রহমত উল্লাহ। ৩০ বছর বয়সী রহমত পেশায় একজন সুপারভাইজার। ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘বিগ টিকিট’ সম্পর্কে জানতে পারেন এবং তখন থেকেই প্রতি মাসে পাঁচজনের একটি দল করে টিকিট কিনে আসছিলেন।
পুরস্কারপ্রাপ্তির খবর পেয়ে রহমত উল্লাহ বলেন, “আমি খুবই খুশি। বিগ টিকিট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ।” তিনি আরও জানান, এই অর্থ দিয়ে তিনি নিজের একটি ব্যবসা শুরু করতে চান, যা বহুদিনের স্বপ্ন।
দুই বাংলাদেশির পাশাপাশি ড্রতে আরও তিনজন ভারতীয়ও পুরস্কার জিতেছেন বলে গালফ নিউজ জানিয়েছে।
অনলাইনে পড়তে স্ক্যান করুন
© thegalaxynews.com
























