ধর্ম

লাইলাতুল কদর: মহিমান্বিত রাত

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ০৫:০৪ পিএম

লাইলাতুল কদর: মহিমান্বিত রাত

লাইলাতুল কদর, ইসলামের একটি অত্যন্ত পবিত্র এবং মহিমান্বিত রজনী, যার মাধ্যমে মাহে রমজানের অসীম ফজিলত ও বরকত প্রদর্শিত হয়। আল্লাহ তায়ালা কুরআনে বলেছেন, “রমজান হলো সে মাস, যাতে কুরআন নাজিল করা হয়েছে।” (সুরা বাকারা, আয়াত ১৮৫) এবং পবিত্র কুরআন প্রথমবার কদরের রাতে নাজিল হয়েছিল, এতে কোনো সন্দেহ নেই। কুরআনের সুরা কদরের প্রথম আয়াতে আল্লাহ বলেন, “নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে।” (সুরা কদর) কদরের রাতের কারণে মাহে রমজান বছরের অন্যান্য মাসগুলির তুলনায় বিশেষ মর্যাদাপূর্ণ এবং মহিমান্বিত হয়ে উঠেছে, যা সঠিকভাবেই কদরের রাতের অসীম মর্যাদাকে নির্দেশ করে।

কদরের রাতের অসীম মর্যাদা সম্পর্কে পবিত্র কুরআনে বলা হয়েছে, “লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর” – অর্থাৎ, কদরের রাত হাজার মাসের চাইতেও উত্তম। এই রাতের ইবাদত এক হাজার মাসের তুলনায় অধিক সওয়াব এনে দেয়। এটি উম্মতে মোহাম্মদের জন্য আল্লাহর এক বিশেষ উপহার। ইবনে জারির বর্ণনা করেছেন, একবার রাসুলুল্লাহ (সা.) বনি ইসরাইলের এক সাধক পুরুষের ব্যাপারে সাহাবাদের সঙ্গে আলোচনা করেছিলেন, যিনি সারা রাত জেগে আল্লাহর ইবাদত করতেন এবং দিনভর জেহাদে অংশ নিতেন। তার এক হাজার মাসব্যাপী ইবাদতের তুলনায়, আল্লাহ তায়ালা উম্মতে মোহাম্মদের এক রাতের ইবাদতকে অধিক মর্যাদা দিয়েছেন।

লাইলাতুল কদরের অর্থ
“লাইলাতুল” অর্থ রাত এবং “কদর” অর্থ মর্যাদা, সম্মান, মাহাত্ম্য অথবা ভাগ্য নির্ধারণ। ফলে লাইলাতুল কদরের অর্থ দাঁড়ায় “মহিমান্বিত রাত”, “মর্যাদাপূর্ণ রাত”, অথবা “ভাগ্য নির্ধারণের রাত”। ইমাম আজ জাহরি (র.) বলেন, এই রাতের বিশেষ মাহাত্ম্যই এর নামকরণের কারণ।

কুরআনে লাইলাতুল কদরের বিশেষ বৈশিষ্ট্য
কুরআনের সুরা দুখান (৪) আয়াতে বলা হয়েছে, “এ বরকতময় রাতে প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় স্থিরীকৃত হয়।” এই কারণেই লাইলাতুল কদরকে অনেকেই ভাগ্য রজনী হিসেবে আখ্যায়িত করেন। তবে সহীহ হাদিস থেকে জানা যায় যে, আল্লাহ তায়ালা সৃষ্টির বহু আগেই সৃষ্টিকুলের ভাগ্য নির্ধারণ করেছেন। হজরত আব্দুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “আল্লাহ তায়ালা আসমান-জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে সৃষ্টিকুলের ভাগ্য লিপিবদ্ধ করেছেন।”

কদরের রাত ও তার বিশেষ গুরুত্ব
লাইলাতুল কদরকে মহিমান্বিত রাত হিসেবে গন্য করা হয় কারণ এ রাতে আল্লাহ তায়ালা আসমান-জমিনের সৃষ্টির আগেই প্রতিটি সৃষ্টির ভাগ্য লিপিবদ্ধ করেছেন এবং প্রতি বছর কদরের রাতে পরবর্তী বছরের ভাগ্য, রিজিক, মৃত্যু, জীবন ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় ফেরেশতাদের হাতে পাঠানো হয়। এর জন্যই এই রাতের নামকরণ করা হয়েছে “লাইলাতুল কদর”।

রাসুলুল্লাহ (সা.) এর ইবাদত
লাইলাতুল কদরের মাহাত্ম্য উপলব্ধি করে রাসুলুল্লাহ (সা.) রমজানের শেষ দশ দিন ইবাদত-বন্দেগিতে বিশেষ তৎপরতা দেখাতেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, “রমজান মাসের শেষ দশ দিন আসলেই রাসুলুল্লাহ (সা.) কোমর বেঁধে নামায ও ইবাদত করতেন, নিজে রাত্রি জাগরণ করতেন এবং পরিবারের লোকদেরও জাগিয়ে দিতেন।” (বুখারি-মুসলিম)

কদরের রাতের সময়কাল
কদরের রাতটি নির্দিষ্ট কোনো রাতে হওয়া সুনির্দিষ্ট নয়, তবে অধিকাংশ ইসলামিক মনীষী একমত যে, এটি রমজান মাসের শেষ দশ দিনের যেকোনো বেজোড় রাতে ঘটতে পারে। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, “তোমরা রমজান মাসের শেষ দশ দিনে লাইলাতুল কদর অনুসন্ধান করো।” (বুখারি-মুসলিম)

রাসুলুল্লাহ (সা.) সঠিকভাবে কদরের রাত দেখেছিলেন, কিন্তু পরে তা ভুলিয়ে দেওয়া হয়। হজরত আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেন, “আমাকে কদরের রাত দেখানো হয়েছিল, কিন্তু তা ভুলিয়ে দেওয়া হয়েছে। সুতরাং, তোমরা রমজানের শেষ দশ দিনে এটি অনুসন্ধান করো এবং প্রতি বেজোড় রাতে এটি খুঁজে দেখো।” (বুখারি-মুসলিম)

উপসংহার
বিশেষজ্ঞ আলিমদের অভিমত অনুযায়ী, লাইলাতুল কদর কখনো একদিন নির্দিষ্ট হয়ে যায় না, বরং এটি রমজান মাসের ২১, ২৩, ২৫, ২৭, বা ২৯ তারিখগুলোর মধ্যে একদিনে হয়ে থাকে, এবং বিভিন্ন রমজানে ভিন্ন দিনে তার আবির্ভাব ঘটে।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধর্ম থেকে আরো

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে বিএনপির র‌্যালি

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সিলেটে বিএনপির র‌্যালি

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন চায় যুক্তরাজ্য: ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

রবিবার যুক্তরাজ্যজুড়ে জরুরি সাইরেন বাজবে

রবিবার যুক্তরাজ্যজুড়ে জরুরি সাইরেন বাজবে

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন