জাতীয়

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৭:১৩ পিএম

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

ঢাকায় অবস্থিত অস্ট্রেলিয়ার হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া ঈদের পর থেকেই শুরু হবে। এই তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, যিনি সোমবার (২৪ মার্চ) সমুদ্র পথে অবৈধভাবে অস্ট্রেলিয়া যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে স্বাক্ষরিত SOP (Standard Operating Procedure) প্রসঙ্গে কথা বলেন।

নাসিমুল গনি বলেন, “অস্ট্রেলিয়া যাওয়ার জন্য সমুদ্র পথে অবৈধভাবে যাওয়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে কাজ করবে বাংলাদেশ। তাদের ফেরত পাঠানোর পাশাপাশি পর্যালোচনার মাধ্যমে পুনর্বাসন প্রক্রিয়া নেওয়া হবে।”

গত বৃহস্পতিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী উপদেষ্টা পরিষদকে জানান, অস্ট্রেলিয়ায় যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসার আবেদন ঢাকা থেকেই প্রক্রিয়া করা হবে, অর্থাৎ ভারত যেতে আর প্রয়োজন হবে না।

এছাড়া, অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কও স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করে জানান, অস্ট্রেলিয়া তাদের ঢাকায় অবস্থিত হাইকমিশন থেকে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়াকরণ করবে। এই সিদ্ধান্ত অবিলম্বেই কার্যকর করা হবে বলে তিনি নিশ্চিত করেন।

এটি ছিল একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বার্কের বাংলাদেশ সফরের সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধের পরপরই নেওয়া হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

বুদ্ধিজীবী ও চিন্তাবিদ বদরুদ্দীন উমর আর নেই

বুদ্ধিজীবী ও চিন্তাবিদ বদরুদ্দীন উমর আর নেই

আজ বছরের দীর্ঘতম রাত

আজ বছরের দীর্ঘতম রাত

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর পিতার ইন্তেকাল

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

মদিনায় প্রথম বাংলাদেশি হাজির মৃত্যু

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন