সর্বশেষ

ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৭:১৯ পিএম

ছাত্রনেতা রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার: পুলিশ

চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার সাবেক জ্যেষ্ঠ সংগঠক ও কেন্দ্রীয় ক্রীড়া সেলের সদস্য আব্দুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে সোয়া দুই কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রিয়াদের বাসা থেকে মোট ২ কোটি ২৫ লাখ টাকার ৪টি চেক জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে রাজধানীর নাখালপাড়ায় রিয়াদের বাসায় অভিযান চালানো হয়। সেখানে চেক ছাড়াও প্রায় ২০ লাখ টাকার ফিক্সড ডিপোজিটের (এফডিআর) কাগজপত্রও পাওয়া গেছে।

ঘটনার পেছনে যে অভিযোগ রয়েছে, তা শুরু হয় সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায়। পুলিশ জানায়, রিয়াদসহ পাঁচ যুবক ‘সমন্বয়ক’ পরিচয়ে ওই বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন। এমপি পলাতক থাকায় তারা তার স্বামীর কাছে দাবি করেন টাকাটি। ওই সময় ১০ লাখ টাকা নিয়ে চলে যান অভিযুক্তরা। পরবর্তীতে আবার স্বর্ণালঙ্কার নিতে গেলে পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। এরপর রিয়াদসহ পাঁচজনকে আটক করা হয়।

এ ঘটনায় শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফর গুলশান থানায় মামলা দায়ের করেন। মামলায় ছয়জনকে আসামি করা হয়। পুলিশ তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে, তবে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বশেষ থেকে আরো

হজের সময় নুসুক আইডি কার্ড হারালে কী করবেন?

হজের সময় নুসুক আইডি কার্ড হারালে কী করবেন?

ট্রান্সপোর্ট ফর লন্ডনে ২,২০০ জনের বেশি কর্মী বছরে এক লাখ পাউন্ডের বেশি আয় করছেন

ট্রান্সপোর্ট ফর লন্ডনে ২,২০০ জনের বেশি কর্মী বছরে এক লাখ পাউন্ডের বেশি আয় করছেন

শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ

শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিরত থাকতে বিদ্যালয় কর্তৃপক্ষের নোটিশ

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা প্রক্রিয়া শুরু হবে ঈদের পর, জানালেন নাসিমুল গনি

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন