সর্বশেষ

জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৯ জুলাই ২০২৫, ০৫:২৪ পিএম

জুলকারনাইন সায়েরের নাম ব্যবহার করে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা

প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খাঁন সামি অভিযোগ করেছেন, কিছু ব্যক্তি তার নাম ও পরিচয় ভাঙিয়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। শুধু তাই নয়, এসব ব্যক্তি হুমকি-ধমকিও দিচ্ছেন বলে তিনি জানান।

বুধবার (৯ জুলাই) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব অভিযোগ তোলেন।

জুলকারনাইন সায়ের তার পোস্টে লেখেন, “সম্প্রতি দেখা যাচ্ছে, কিছু ব্যক্তি আমার নাম ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে ফোন করছেন এবং নানাভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। তারা হুমকি পর্যন্ত দিচ্ছেন, যা আমার দৃষ্টিগোচর হয়েছে।”

তিনি জানান, তার সাথে যোগাযোগের নির্দিষ্ট কিছু মাধ্যম রয়েছে। যেমন:

  • সরাসরি মোবাইল ও WhatsApp নম্বর: +447796101276

  • শুধু WhatsApp নম্বর: +447457404238

  • সিগন্যাল আইডি: ZSK.01 এবং +36707723819

এছাড়া তিনি উল্লেখ করেন, তার ব্যবহৃত সাধারণ তথ্যের জন্য নির্ধারিত ই-মেইল ঠিকানা তার ফেসবুক প্রোফাইলে দেওয়া আছে। পাশাপাশি অফিসিয়াল ই-মেইল আইডিও পোস্টের কমেন্টে পিন করে রাখা হয়েছে। ব্যক্তিগত ই-মেইল তিনি শুধুমাত্র পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগে ব্যবহার করেন, বাইরের কারও সঙ্গে নয়।

জুলকারনাইন আরও বলেন, তার একমাত্র সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলো হলো—এক্স (টুইটার), লিংকডিন ও মাকর্যাক, যা ফেসবুক প্রোফাইলের ‘About Me’ সেকশনে উল্লেখ করা আছে। এসব ছাড়া অন্য কোনো মাধ্যমে তিনি যোগাযোগ করেন না।

তিনি সতর্ক করে বলেন, “যদি কেউ এসব নির্ধারিত যোগাযোগ মাধ্যম ছাড়া আপনার সঙ্গে যোগাযোগ করে এবং দাবি করে যে সে জুলকারনাইন সায়ের, তাহলে বুঝে নেবেন সে প্রতারক এবং ভুয়া। আমি কখনোই কারও কাছ থেকে কোনো ধরনের অনৈতিক সুবিধা চাইব না, কাউকে ভয়ভীতি দেখাব না।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, তার কোনো ব্যক্তিগত প্রতিনিধি বা সহকারী নেই। তাই কেউ এমন দাবি করলে, অনুগ্রহ করে তাকে আটক করে বা শনাক্ত করে নিকটস্থ নিরাপত্তা সংস্থাকে জানাতে অনুরোধ জানান তিনি।

সবশেষে তিনি বলেন, “যারা আমার নাম ব্যবহার করে প্রতারণার চেষ্টা করছে, তাদের কর্মকাণ্ডের কোনো দায় আমি নেব না।”

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সর্বশেষ থেকে আরো

বীমা নিয়ে প্রতারণা করতে নিজের গাড়িতে আগুন

বীমা নিয়ে প্রতারণা করতে নিজের গাড়িতে আগুন

আবরার ফাহাদের নামে করা মসজিদ সম্প্রসারণের উদ্বোধন

আবরার ফাহাদের নামে করা মসজিদ সম্প্রসারণের উদ্বোধন

প্রাইভেট কারের সাথে সরকারি কর্মকর্তার গাড়ির সংঘর্ষ

প্রাইভেট কারের সাথে সরকারি কর্মকর্তার গাড়ির সংঘর্ষ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে আবারও এপিবিএন

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে আবারও এপিবিএন

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন