জাতীয়

আবরার ফাহাদের নামে করা মসজিদ সম্প্রসারণের উদ্বোধন

Icon

দ্যা গ্যালাক্সি নিউজ ডেস্ক

প্রকাশ: ৬ মার্চ ২০২৫, ০৩:১৬ পিএম

আবরার ফাহাদের নামে করা মসজিদ সম্প্রসারণের উদ্বোধন

কুষ্টিয়ার কুমারখালীতে শহীদ আবরার ফাহাদের নামে একটি মসজিদের সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১১টায় কয়া ইউনিয়নের রায়ডাঙা এলাকায় প্রায় ৬৯ লাখ টাকা ব্যয়ে এই কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জাতীয় ক্রীড়া পরিষদের যুগ্ম সচিব মো. আমিনুল ইসলাম, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, শহীদ আবরার ফাহাদের বাবা মো. বরকত উল্লাহ, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মিকাইল ইসলাম, কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ, সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা ঈদগাহ ও কবরস্থানে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি শহীদ আবরার ফাহাদের কবরে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেন। তবে, সাংবাদিকদের সঙ্গে তিনি কোন বক্তব্য প্রদান করেননি এবং মসজিদের সম্প্রসারণ অনুষ্ঠানেও কোন আলোচনা সভা অনুষ্ঠিত হয়নি।

উল্লেখ্য, ২০০৯ সালের ৬ অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে শহীদ আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী এই হত্যাকাণ্ডে জড়িত ছিল। আবরারের বাবা বরকত উল্লাহ তার হত্যার ঘটনায় ঢাকার চকবাজার থানায় মামলা দায়ের করেন, যেখানে ১৯ জনকে আসামি করা হয়।

অনলাইনে পড়তে স্ক্যান করুন

© thegalaxynews.com

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জাতীয় থেকে আরো

সচিবালয় অভিমুখে ‘জুলাই ঐক্য’র মিছিল, পুলিশের বাধা

সচিবালয় অভিমুখে ‘জুলাই ঐক্য’র মিছিল, পুলিশের বাধা

নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন

নাম পরিবর্তনসহ ডিসি-ইউএনও পদে আসছে বড় পরিবর্তন

শিশু আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

শিশু আছিয়াকে নিয়ে গাইলেন বাপ্পা মজুমদার

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয়

বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা দিচ্ছে ব্রিটেনের একাধিক বিশ্ববিদ্যালয়

সম্পাদক : মো নুরুজ্জামান মনি

অনুসরণ করুন